শিরোনাম
◈ চাঁনখারপুল গণহত্যা : সাবেক ডিএমপি কমিশনারসহ ৮ জনের বিরুদ্ধে পূর্ণাঙ্গ প্রতিবেদন ◈ এবার ব্যাংক হিসাব তলব মডেল মেঘনা আলমের ◈ করফাঁকির কারণে ২০২৩ সালে ২ লাখ ২৬ হাজার কোটি টাকা রাজস্ব হারিয়েছে সরকার: সিপিডি ◈ দেশে তিন স্তরে কমছে ইন্টারনেটের দাম ◈ অবৈধ অভিবাসীদের সহায়তাকারীদের মার্কিন দূতাবাসের হুঁশিয়ারি ◈ সতর্ক সংকেত জারি, আজ বজ্রপাতে মৃত্যুর ঝুঁকি খুবই বেশি ◈ পলাতক সাবেক মন্ত্রী-এমপিরা যুক্তরাজ্যে আ.লীগ নেতার ছেলের বিয়েতে  ◈ বিএনপির নতুন রাজনৈতিক মেরুকরণ: বাম দলগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের চেষ্টা ◈ হাথুরুসিংহে ও তার দুই সহকারী ‘নাসুমকে চড় মারা’ প্রসঙ্গে যা বললেন ◈ অ্যাঞ্জেলিনা জোলির সমর্থন গাজার প্রতি, ইসরায়েলি হামলাকে বললেন ‘গণকবরের মতো ধ্বংসযজ্ঞ’

প্রকাশিত : ২৩ আগস্ট, ২০২৪, ০৭:২১ বিকাল
আপডেট : ০৫ মার্চ, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেনাপোল বন্দরে চাকুরি  জাতীয়করণের দাবিতে আনসার সদস্যদের সড়ক অবরোধ

বেনাপোল প্রতিনিধি (যশোর): চাকরি জাতীয়করণের দাবিতে বেনাপোল স্থলবন্দরে মিছিল ও সড়ক অবরোধ  করেছে আনসার সদস্যরা। এসময় দায়িত্ব ছেড়ে রাস্তায় নামায় বন্দরের নিরাপত্তা ব্যবস্থা অনেকটা ঝুকির মধ্যে পড়ে। 

শুক্রবার (২৩ আগস্ট) দুপুরে বেনাপোল বন্দর প্যাছেঞ্জার টার্মিনালের সামনে মিছিল ও সড়ক অবরোধ করেন তারা।

বেনাপোল বন্দর আনসার ক্যাম্পের প্লাটুন কমান্ডার মাসুদুর রহমান মাসুদের নেতৃত্বে বন্দরে কর্মরত শতাধিক আনসার সদস্যরা বেনাপোল চেকপোস্ট থেকে বন্দর এলাকায় মিছিল করেন। এ সময় এক দফা এক দাবি আনসারদের চাকরি জাতীয়করণ করতে হবে এই স্লোগান দেন তারা।

আনসার সদস্যরা বলেন, আমরা ১৯৪৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছি। বেনাপোল বন্দরে আনসার সদস্যওে সংখ্যা ১৬৩ জন। এরাব বন্দরের বিভিন্ন স্থাপনায় নিরাপত্তার কাজ করে থাকে। তবে তারা প্রথম থেকে নানা ভাবে অবহেলিত। তাদের সামান্য মাসিক বেতন পান।

সে টাকা তোলার সময় প্রত্যেকের কাছ থেকে কর্মকর্তারা ৫০০ টাকা কেটে রাখেন। সে টাকা পরে ফেরত দেওয়া কথা থাকলেও এপর্যন্ত কাউকে দেননি। ছুটি নিতে গেলে কর্মকর্তারা টাকা ছাড়া ছুটি মঞ্জুর করেন না।  এসব বেষম্য পরিত্যাগ করে তাদের চাকুরী জাতীয়করনের দাবী জানান আনসার সদস্যরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়