শিরোনাম
◈ চাঁনখারপুল গণহত্যা : সাবেক ডিএমপি কমিশনারসহ ৮ জনের বিরুদ্ধে পূর্ণাঙ্গ প্রতিবেদন ◈ এবার ব্যাংক হিসাব তলব মডেল মেঘনা আলমের ◈ করফাঁকির কারণে ২০২৩ সালে ২ লাখ ২৬ হাজার কোটি টাকা রাজস্ব হারিয়েছে সরকার: সিপিডি ◈ দেশে তিন স্তরে কমছে ইন্টারনেটের দাম ◈ অবৈধ অভিবাসীদের সহায়তাকারীদের মার্কিন দূতাবাসের হুঁশিয়ারি ◈ সতর্ক সংকেত জারি, আজ বজ্রপাতে মৃত্যুর ঝুঁকি খুবই বেশি ◈ পলাতক সাবেক মন্ত্রী-এমপিরা যুক্তরাজ্যে আ.লীগ নেতার ছেলের বিয়েতে  ◈ বিএনপির নতুন রাজনৈতিক মেরুকরণ: বাম দলগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের চেষ্টা ◈ হাথুরুসিংহে ও তার দুই সহকারী ‘নাসুমকে চড় মারা’ প্রসঙ্গে যা বললেন ◈ অ্যাঞ্জেলিনা জোলির সমর্থন গাজার প্রতি, ইসরায়েলি হামলাকে বললেন ‘গণকবরের মতো ধ্বংসযজ্ঞ’

প্রকাশিত : ২৩ আগস্ট, ২০২৪, ১২:৩৮ দুপুর
আপডেট : ০৪ এপ্রিল, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে পালানোর সময় যশোর জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক বেনাপোলে আটক  

বেনাপোল(যশোর), প্রতিনিধি : ভারতে পালানোর সময় যশোরের বেনাপোল চেকপোস্ট থেকে জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক তানজিব নওশাদ পল্লবকে(২৫)  আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার(২৩ আগস্ট) সকাল ১১ টার দিকে বেনাপোল ইমিগ্রেশন থেকে বিজিবি সদস্যরা তাকে আটক করে। 

আটক ছাত্রলীগ নেতা পল্লব  যশোর সদোরের পুরাতন কসবা এলাকার সাইদুজ্জামানের ছেলে এবং ঢাকার স্টামফোর্ড ইউনিভার্সিটির এর ছাত্র বলে জানা গেছে।

বেনাপোল চেকপোষ্ট আইসিপি বিজিবি ক্যাম্পের সুবেদার মিজানুর রহমান জানান, তাদের কাছে গোঁপন খবর আসে বেনাপোল হয়ে যশোর জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক ভারতে যাবে। এসময় বিজিবি সীমান্তে টহল জোরদার করে। এক পর্যায়ে ইমিগ্রেশন ভবন থেকে তাকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আটক করে পুলিশে৷ হাতে তুলে দেওয়া হয়। তার বিরুদ্ধ কি কি ধরনের অপরাধ মুলক মামলা আছে তা পুলিশ খতিয়ে দেখবে জানান তিনি।

জানা যায়,  সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা  ক্ষমতা ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার পর পালাতে শুরু করেছে দলটির বিভিন্ন পর্যায়ের মন্ত্রি এমপি ও নেতা,কর্মীরা। তবে যাতে কেউ পালাতে না না তার জন্য সীমান্তের পাশাপাশি ইমিগ্রেশনে যৌথ ভাবে পুলিশের সাথে বিজিবি সদস্যরা নজরদারি রাখছে।

এর আগে গত ০৭ আগস্ট  ভারতে পালানোর অভিযোগ এনে বেনাপোল ইমিগ্রেশন থেকে ঢাকার নবাবগঞ্জ উপজেলার নতুন বান্দুরা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সজিব হালদার ও ১১ আগস্ট  বিজিবি সদস্য শাওন ঘোষকে আটক করে বিজিবি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়