শিরোনাম
◈ দেশি-বিদেশি মাস্টারপ্ল্যান আওয়ামী লীগকে মাঠে নামানোর পেছনে ◈ পারভেজ হত্যাকাণ্ড: ছাত্রদল বিভ্রান্তিকর প্রচারণা শুরু করেছে: উমামা ফাতেমা (ভিডিও) ◈ নাটোরে ছাত্রলীগ কর্মীকে রিকশায় পিঠে পা চেপে ঘোরানো, ভিডিও ছড়িয়ে পড়ায় তোলপাড় ◈ ‘আমরা একটি কঠিন কিন্তু অপরিহার্য পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি’  ◈ বাংলাদেশ থেকে যাওয়ার সময় জীবননাশের শঙ্কায় ছিলাম: দাবি হাথুরুসিংহের ◈ জাতীয় পরিচয়পত্রের অসুন্দর ছবিটি ঘরে বসেই বদলাবেন যেভাবে ◈ বাংলাদেশ হয়ে সেভেন সিস্টার্সে যাওয়ার রেল প্রকল্প স্থগিত করলো ভারত ◈ ‘৫ বছরে স্থানীয় সরকার নির্বাচনে খরচ ২৩০০ কোটি, তা ৭০০ কোটিতে নামানো সম্ভব’ ◈ নারী সংস্কার কমিশনের কিছু সুপারিশ কোরআন-হাদিসের লঙ্ঘন, বললেন জামায়াতে ইসলামীর আমির ◈ রামপালের চেয়ে ৬০% কম: মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৮.৪৫ টাকা

প্রকাশিত : ২৩ আগস্ট, ২০২৪, ১২:৩৮ দুপুর
আপডেট : ০৪ এপ্রিল, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে পালানোর সময় যশোর জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক বেনাপোলে আটক  

বেনাপোল(যশোর), প্রতিনিধি : ভারতে পালানোর সময় যশোরের বেনাপোল চেকপোস্ট থেকে জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক তানজিব নওশাদ পল্লবকে(২৫)  আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার(২৩ আগস্ট) সকাল ১১ টার দিকে বেনাপোল ইমিগ্রেশন থেকে বিজিবি সদস্যরা তাকে আটক করে। 

আটক ছাত্রলীগ নেতা পল্লব  যশোর সদোরের পুরাতন কসবা এলাকার সাইদুজ্জামানের ছেলে এবং ঢাকার স্টামফোর্ড ইউনিভার্সিটির এর ছাত্র বলে জানা গেছে।

বেনাপোল চেকপোষ্ট আইসিপি বিজিবি ক্যাম্পের সুবেদার মিজানুর রহমান জানান, তাদের কাছে গোঁপন খবর আসে বেনাপোল হয়ে যশোর জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক ভারতে যাবে। এসময় বিজিবি সীমান্তে টহল জোরদার করে। এক পর্যায়ে ইমিগ্রেশন ভবন থেকে তাকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আটক করে পুলিশে৷ হাতে তুলে দেওয়া হয়। তার বিরুদ্ধ কি কি ধরনের অপরাধ মুলক মামলা আছে তা পুলিশ খতিয়ে দেখবে জানান তিনি।

জানা যায়,  সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা  ক্ষমতা ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার পর পালাতে শুরু করেছে দলটির বিভিন্ন পর্যায়ের মন্ত্রি এমপি ও নেতা,কর্মীরা। তবে যাতে কেউ পালাতে না না তার জন্য সীমান্তের পাশাপাশি ইমিগ্রেশনে যৌথ ভাবে পুলিশের সাথে বিজিবি সদস্যরা নজরদারি রাখছে।

এর আগে গত ০৭ আগস্ট  ভারতে পালানোর অভিযোগ এনে বেনাপোল ইমিগ্রেশন থেকে ঢাকার নবাবগঞ্জ উপজেলার নতুন বান্দুরা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সজিব হালদার ও ১১ আগস্ট  বিজিবি সদস্য শাওন ঘোষকে আটক করে বিজিবি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়