সনত চক্র বর্ত্তী ফরিদপুর :ফরিদপুরের ভাঙ্গায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত ও একজন আহত হয়েছে। বৃহস্পতিবার(২২ আগষ্ট) রাত সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা উপজেলার সোয়াদি নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ওই উপজেলার আলগী ইউনিয়নের ওবায়দুর রহমান ও বাবু মোল্যা।
ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক আব্দুল্লাহ হেল বাকী জানান, রাতে তিন মোটরসাইকেল আরোহী ভাঙ্গা পৌর এলাকায় আসার পথে ঢাকা-খুলনা মহাসড়কের সোয়াদি এলাকার সিসিবিএল পাম্পের সামনে অজ্ঞাত এক গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী মারা যায়। এ সময় অপর আরোহী আহত হয়।
এ বিষয়ে গাড়ি অনুসন্ধানসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এই কর্মকর্তা।