শিরোনাম
◈ নারী সংস্কার কমিশনের কিছু সুপারিশ কোরআন-হাদিসের লঙ্ঘন, বললেন জামায়াতে ইসলামীর আমির ◈ রামপালের চেয়ে ৬০% কম: মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৮.৪৫ টাকা ◈ সোনার খোঁজে নেপাল যা‌চ্ছে বাংলাদেশ টেবিল টেনিস দল ◈ সংসদীয় সংস্কারে রাষ্ট্রপতির স্বাধীন সিদ্ধান্তের পক্ষে বিএনপি, ২২ এপ্রিল তৃতীয় দফা বৈঠক ◈ ডিসেম্বরে নির্বাচন আদায়ে সোচ্চার বিএনপি, সর্বদলীয় জনমত গঠনে জোর, চলছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ ◈ সিলেটে বাংলা‌দেশ অলআউট ১৯১ রা‌নে, দিন শে‌ষে জিম্বাবুয়ের সংগ্রহ বিনা উই‌কে‌টে ৬৭ ◈ সংসদ সদস্যদের দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দেওয়ার সুযোগ চায় বিএনপি: চারটি বিষয়ে ব্যতিক্রম প্রস্তাব ◈ যাত্রাবাড়ী ও শাহবাগে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৫ ◈ রিজার্ভ বেড়ে পৌনে ২৭ বিলিয়ন ডলার ◈ বেড়ে দেড় লাখ টাকার মাইলফলকে পৌঁছাল স্মারক স্বর্ণমুদ্রার দাম

প্রকাশিত : ২১ আগস্ট, ২০২৪, ০৩:৫০ দুপুর
আপডেট : ১০ এপ্রিল, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছাত্র আন্দোলনে ‘নিহত’ বলে প্রচার হওয়া সেই রাফি বেঁচে আছেন

পাবনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আহত রাফিউল ইসলাম রাফির মৃত্যুর খবর সঠিক নয়। তিনি বেঁচে আছেন। রাফি জানিয়েছেন, তিনি আহত হয়েছিলেন। তবে এখন বেশ ভালো আছেন।

বুধবার (২১ আগস্ট) জাগো নিউজকে এতথ্য নিশ্চিত করেন রাফিউল ইসলাম রাফি নিজে।

রাফি পাবনার সরকারি এডওয়ার্ড কলেজের প্রাণিবিদ্যা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র এবং সদর উপজেলার রাজাপুর গ্রামের শামসুদ্দিন দুলালের ছেলে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে পাবনা শহরের ট্রাফিক মোড় থেকে আব্দুর হামিদ সড়কে অবস্থান কর্মসূচিসহ বিক্ষোভ করে ছাত্র-জনতা। দুপুরে ট্রাফিক মোড়ের কাছে মিছিলে গুলিবর্ষণ করে দুর্বৃত্তরা। এসময় দুজন নিহত এবং আহত হন প্রায় ৪০ জন।

নিহতরা হলেন পাবনা সদর উপজেলার মহিবুল ইসলাম (১৬) এবং একই উপজেলার চর বলরামপুর এলাকার জাহিদ হোসেন (১৮)। রাফি গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন ছিলেন। তবে নিহতদের মধ্যে শিক্ষার্থী রাফিউলের নামও প্রচার হয়।

রাফি জানান, তাকে নিয়ে প্রচারিত ভুল সংবাদে তিনি বেশ বিব্রতকর অবস্থায় পড়েন। দেশ-বিদেশের আত্মীয়-স্বজনরা উৎকণ্ঠায় ছিলেন। তবে বহু চেনা- অচেনা মানুষ তার খোঁজ নেওয়ায় তিনি অভিভূত।

ছাত্র আন্দোলনে আহত একজনের উন্নত চিকিৎসার জন্য আজ ঢাকায় রওয়ানা হয়েছেন বলেও জানান রাফিউল ইসলাম রাফি। সূত্র : জাগোনিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়