মোঃ আসাদুল্লাহ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মো. সোহবুল ইসলাম (৬৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে শিবগঞ্জ বাজার থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। মৃত সোহবুল ইসলাম শিবগঞ্জ পৌরএলাকার বাগানটুলি মহল্লার মৃত মহিরউদ্দীনের ছেলে।
শিবগঞ্জ থানার ওসি মো. সাজ্জাদ হোসেন বলেন, জমিজামার বিরোধের জেরে তার ভাই শফিকুলের সঙ্গে কথা কাটাকাটি হয়। এরই মধ্যে সোহবুল ইসলাম অসুস্থ হলে স্থানীয়দের সহযোগীতায় পরিবারের সদস্যরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে থানায় কোন অভিযোগ হয়নি।
শিবগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সেও কর্মকর্তা ডা. সায়রা খাঁন বলেন, ওই ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তার শরীরে আঘাতের কোন চিহ্ন ছিল না।