শিরোনাম
◈ পিসিবির নতুন প্রস্তাব, ভারত নিজ দেশ থেকে আসা-যাওয়া করে চ্যাম্পিয়নস ট্রফি  খেলতে পারবে ◈ শেখ হাসিনা দেশ ছাড়ার আগে যা বলতে চেয়েছিলেন ◈ বাংলাদেশ থেকে রফতানি কমেছে, ভারত থেকে আমদানি কমেনি ◈ রাজু ভাস্কর্যে নারী প্রতিকৃতির মাথায় ‘হিজাব’, সংশ্লিষ্টদের খুঁজে বের করতে তদন্ত কমিটি গঠন ◈ শেখ হাসিনাকে ফেরাতে এখনও পররাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন আসেনি ◈ মধ্যরাতে উত্তাল ঢাকা কলেজ, বিক্ষোভ মিছিল কর্মসূচি করেছেন সাধারণ শিক্ষার্থীরা (ভিডিও) ◈ সাবেক প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান গ্রেফতার ◈ হরিণ শিকারের কারণেই বিষ্ণোই হয়ে উঠেছেন সালমান খানের প্রধান শত্রু ◈ বিএনপির নীতিনির্ধারকরা আওয়ামী লীগ নিষিদ্ধ প্রশ্নে দ্বিধাবিভক্ত (ভিডিও) ◈ বেনাপোলে জোড়া খুনে ৪ ভাইসহ পাঁচজনের যাবজ্জীবন

প্রকাশিত : ১৬ আগস্ট, ২০২৪, ০৬:২২ বিকাল
আপডেট : ০১ অক্টোবর, ২০২৪, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় বিএনপি আওয়ামীলীগ সংঘর্ষ, নিহত ১, আহত ১০

শাহাজাদা এমরান,কুমিল্লা : কুমিল্লার দেবিদ্বারে বিএনপি-আওয়ামীলীগ সংঘর্ষে ১ জন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৬ আগষ্ট) সকালে উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের সাঁইচাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। এসময় অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। 

নিহত ব্যক্তি হলেন একই এলাকার কুদ্দুস মিয়ার ছেলে সিদ্দিকুর রহমান (৫০)। 

স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, গত ৫ই আগস্ট সরকার পতনের পর স্থানীয় আওয়ামীলীগ কার্যালয় ভাংচুরের জেরে বাক -বিতণ্ডার হয়। পরে, সমাধানের আশ্বাসে শুক্রবার সকাল ৯ টায় শালিসী বৈঠকের আয়োজন করে স্থানীয়রা৷ ঐ শালিসী বৈঠকে বিএনপি ও আওয়ামীলীগ সমর্থকদের মধ্যে বাক বিতণ্ডার সৃষ্টি হয়। বাক বিতণ্ডার এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে স্থানীয় ইউপি সদস্য আমির হোসেনের নেতৃত্বে বিএনপির সমর্থকদের উপর হামলা চালানো হয়। এ সময় সিদ্দিকুর রহমান নামে ওই ব্যাক্তি ঘটনাস্থলেই নিহত হয়৷ এসময় আরো ১০ জন আহতসহ দুইজন গুরুতর আহত হয়েছে। 

এদিকে, ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা। 

বিষয়টি নিশ্চিত করে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নয়ন মিয়া বলেন, ঘটনার পরপরই সেনাবাহিনীদের সঙ্গে পুলিশ টিম করে কাজ করছে। এখনো ঘটনাস্থলেই আমরা রয়েছি। কাউকে এখনো গ্রেফতার করা হয়নি। মরদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়