শিরোনাম
◈ ‘৫ বছরে স্থানীয় সরকার নির্বাচনে খরচ ২৩০০ কোটি, তা ৭০০ কোটিতে নামানো সম্ভব’ ◈ নারী সংস্কার কমিশনের কিছু সুপারিশ কোরআন-হাদিসের লঙ্ঘন, বললেন জামায়াতে ইসলামীর আমির ◈ রামপালের চেয়ে ৬০% কম: মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৮.৪৫ টাকা ◈ সোনার খোঁজে নেপাল যা‌চ্ছে বাংলাদেশ টেবিল টেনিস দল ◈ সংসদীয় সংস্কারে রাষ্ট্রপতির স্বাধীন সিদ্ধান্তের পক্ষে বিএনপি, ২২ এপ্রিল তৃতীয় দফা বৈঠক ◈ ডিসেম্বরে নির্বাচন আদায়ে সোচ্চার বিএনপি, সর্বদলীয় জনমত গঠনে জোর, চলছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ ◈ সিলেটে বাংলা‌দেশ অলআউট ১৯১ রা‌নে, দিন শে‌ষে জিম্বাবুয়ের সংগ্রহ বিনা উই‌কে‌টে ৬৭ ◈ সংসদ সদস্যদের দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দেওয়ার সুযোগ চায় বিএনপি: চারটি বিষয়ে ব্যতিক্রম প্রস্তাব ◈ যাত্রাবাড়ী ও শাহবাগে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৫ ◈ রিজার্ভ বেড়ে পৌনে ২৭ বিলিয়ন ডলার

প্রকাশিত : ১১ আগস্ট, ২০২৪, ০৪:১৫ দুপুর
আপডেট : ১৮ এপ্রিল, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেখ হাসিনা আমাদের বিপদে ফেলে পালিয়ে গিয়ে বিশ্বাস ভঙ্গ করেছেন : নাথুরাম ভৌমিক

রাশিদ রিয়াজঃ শেখ হাসিনা আমাদের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের বিপদে ফেলে রেখে পালিয়ে গিয়ে বিশ্বাস ভঙ্গ করেছেন। এখন আর আওয়ামী লীগের ওপর আমাদের কোনো আস্থা নাই। সনাতন ধর্মাবলম্বীদেরও তার এবং তার দলের ওপর আস্থা থাকলো না। গত শুক্রবার বিকালে পটুয়াখালীর কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও কলাপাড়া চৌকি আদালতের জ্যেষ্ঠ আইনজীবী নাথুরাম ভৌমিক পৌর শহরের হিন্দু অধ্যুষিত চিংগড়িয়া এলাকায় অবস্থিত রাধা গোবিন্দ ও চিংগড়িয়া সার্বজনিন দুর্গা মন্দির কমিটির আয়োজনে এক ‘শান্তি সমাবেশে’ এসব কথা বলেন। 

চিংগড়িয়া রাধা গোবিন্দ মন্দির ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক সুখরঞ্জন তালুকদারের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপি’র সভাপতি হুমায়ুন সিকদার। এ ছাড়া অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপি’র সভাপতি গাজী মোহাম্মদ ফারুক, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম তালুকদার, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নাননু মুন্সীসহ  ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপি’র সভাপতি হুমায়ুন সিকদার বলেন, ‘বিএনপি বা দলের নাম ভাঙিয়ে কেউ যদি হিন্দু ভাইদের ক্ষতি করার জন্য আসে তাহলে তাকে বেঁধে রাখবেন। আগামীতে আপনারা আগের চেয়ে আরও জাঁকজমকপূর্ণভাবে পূজা উদ্‌যাপন করবেন। আমাদের পক্ষ থেকে আপনাদের সবধরনের সহায়তা করা হবে।’ তিনি হিন্দু সম্প্রদায়ের মানুষজনকে আশ্বস্ত করে আরও বলেন, ্তুইতিমধ্যে সুবিধাভোগী, টাউট ও দুস্কৃতকারীদের কেউ গোপনে ভয় দেখিয়ে আপনাদের কারও কাছ থেকে টাকা নিয়ে থাকলে আমাকে গোপনে জানান। আমি কথা দিচ্ছি, সেই টাকার পাঁচগুণ আদায় করে দেবো। আমি মনে করি, এ দেশে সংখ্যালঘু বলে কিছু নাই।

এ দেশেই আপনাদের জন্ম, আপনারা এ দেশের নাগরিক। এ দেশের প্রতি আপনাদের মমতা এবং ভালোবাসা রয়েছে। আপনারা এবং আমরা মিলে সাগরপাড়ের এ জনপদে সাম্প্রদায়িক সম্প্রীতির একটি সুন্দর দৃষ্টান্ত স্থাপন করতে চাই। মানবজমিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়