শিরোনাম
◈ সংবিধানবিরোধী আইন বাতিলের দাবি: উত্তাল ভারত, ওয়াকফ সংশোধন নিয়ে ভারতের মুসলিমদের দেশজুড়ে বিক্ষোভ ◈ ঘোমটা তুলতেই দেখা গেল বদলে গেছে কনে, মেয়ের বদলে মায়ের সঙ্গে বিয়ে! ◈ জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে ফের বৈঠকে বসেছে বিএনপি, আলোচনায় নির্বাচন ও সংস্কার ইস্যু ◈ হিন্দু নেতার মৃত্যুকে নিপীড়নের অংশ বলা ভারতের দাবি প্রত্যাখ্যান করল বাংলাদেশ ◈ সুবিধা না পেলেও বিচারকের দায়িত্ব পালন করতে হবে: আইন উপদেষ্টা আসিফ নজরুল ◈ সারা দেশে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের ঢল, গ্রেপ্তার অভিযানে কড়া নজরে পুলিশ ◈ ছাব্বিশের এপ্রিলে নির্বাচন হতে পারে! ◈ গাজায় ইসরায়েলি হামলায় মাইক্রোসফটের ভূমিকা নিয়ে কর্মীদের তীব্র প্রতিবাদ, বরখাস্ত ও পদত্যাগে উত্তাল পরিবেশ ◈ লা লিগায় ‌তিন গো‌লে পি‌ছি‌য়ে থাকা বা‌র্সেলোনা জিত‌লো ৪-৩ গো‌লে  ◈ আবারও যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্প বিরোধী বিক্ষোভে অংশ নিলো হাজার হাজার মানুষ

প্রকাশিত : ০৭ আগস্ট, ২০২৪, ০৩:৩১ দুপুর
আপডেট : ১৪ এপ্রিল, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজীপুরে ট্রাফিক নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্নতা অভিযানে শিক্ষার্থীরা

এ এইচ সবুজ, গাজীপুর: সড়কে ট্রাফিক পুলিশ না থাকায় গাজীপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল নিয়ন্ত্রণে কাজ করছেন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শুধু তাই নয়, রাস্তাঘাট পরিচ্ছন্ন রাখার অভিযানেও নেমেছেন তারা। 

বুধবার (৭ আগষ্ট) সকাল থেকে গাজীপুর সদর, কাপাসিয়া, কালিয়াকৈর ও শ্রীপুরের মাওনা চৌরাস্তা এলাকার ঢাকা ময়মনসিংহ মহাসড়ক ও আশপাশের সংযোগ সড়ক পরিচ্ছন্নতায় ব্যস্ত থাকতে দেখা যায় শিক্ষার্থীদের। এসময় বিভিন্ন স্থানে গাছের চারা রোপণ করতেও দেখা যায় তাদের।

সরজমিনে দেখা যায়, বুধবার সকাল থেকে গাজীপুর  চৌরাস্তা, শিববাড়ী মোড় ও জয়দেবপুরের রাজবাড়ী সড়কের রেল গেইট এলাকায়, শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা, কাপাসিয়া সদরের বাসটেন্ড, ডাকবাংলো এবং থানা রোড, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও আশপাশের গুরুত্বপূর্ণ সংযোগ সড়কের ময়লা বর্জ্য পরিষ্কারে কাজ করেছেন শিক্ষার্থীরা দল বেঁধে। 

দেখা যায়, কেউ কেউ হাতে ঝাড়ু নিয়ে সড়ক পরিষ্কার করছেন। কেউ কেউ ময়লা বস্তায় ভরে সড়কের একপাশে রাখছেন। কেউ বেলচা দিয়ে ময়লা বর্জ্য জমা করছেন। আবার কেউবা সড়কের পাশের বিভিন্ন দেয়ালে লাগানো বিভিন্ন পোষ্টার- ব্যানার তুলে পরিষ্কার করছেন। 

এ সময় রাস্তার গুরুত্বপূর্ণ পয়েন্টেও তারা ট্রাফিকের দায়িত্ব পালন করছেন। শিক্ষার্থীদের সঙ্গে যুক্ত হয়েছেন অনেক সচেতন মানুষ। শিক্ষার্থীদের এমন উদ্যোগের প্রশংসা করছেন সর্বস্তরের জনগণ। 

উত্তরা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন, আমরা বাংলাদেশের একজন সচেতন নাগরিক হিসেবে রাস্তাঘাটের ময়লা-বর্জ্য পরিষ্কারে নেমেছি। এর পাশাপাশি রাস্তার গুরুত্বপূর্ণ পয়েন্টে ট্রাফিকের দায়িত্ব পালন করছি। আমরা চাই আমাদের এ কাজ দেখে সবাই যার যার জায়গা থেকে এগিয়ে আসুক। একটি সুন্দর পরিচ্ছন্ন সোনার বাংলা হয়ে উঠুক। সম্পাদনা: সঞ্চয় বিশ্বাস

  • সর্বশেষ
  • জনপ্রিয়