শিরোনাম
◈ সংবিধানবিরোধী আইন বাতিলের দাবি: উত্তাল ভারত, ওয়াকফ সংশোধন নিয়ে ভারতের মুসলিমদের দেশজুড়ে বিক্ষোভ ◈ ঘোমটা তুলতেই দেখা গেল বদলে গেছে কনে, মেয়ের বদলে মায়ের সঙ্গে বিয়ে! ◈ জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে ফের বৈঠকে বসেছে বিএনপি, আলোচনায় নির্বাচন ও সংস্কার ইস্যু ◈ হিন্দু নেতার মৃত্যুকে নিপীড়নের অংশ বলা ভারতের দাবি প্রত্যাখ্যান করল বাংলাদেশ ◈ সুবিধা না পেলেও বিচারকের দায়িত্ব পালন করতে হবে: আইন উপদেষ্টা আসিফ নজরুল ◈ সারা দেশে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের ঢল, গ্রেপ্তার অভিযানে কড়া নজরে পুলিশ ◈ ছাব্বিশের এপ্রিলে নির্বাচন হতে পারে! ◈ গাজায় ইসরায়েলি হামলায় মাইক্রোসফটের ভূমিকা নিয়ে কর্মীদের তীব্র প্রতিবাদ, বরখাস্ত ও পদত্যাগে উত্তাল পরিবেশ ◈ লা লিগায় ‌তিন গো‌লে পি‌ছি‌য়ে থাকা বা‌র্সেলোনা জিত‌লো ৪-৩ গো‌লে  ◈ আবারও যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্প বিরোধী বিক্ষোভে অংশ নিলো হাজার হাজার মানুষ

প্রকাশিত : ০৭ আগস্ট, ২০২৪, ০২:৫১ দুপুর
আপডেট : ৩০ মার্চ, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিরাজগঞ্জে জেলা বিএনপির উদ্যোগে ধ্বংসস্তুপ পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

সোহাগ হাসান, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ শহর পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মির্জা মোরাদুজ্জামান এর পুত্র ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফাজ্জামান।

বুধবার  সকাল সাড়ে ১০টায় সিরাজগঞ্জ শহরের মুজিব সড়কস্থল নিউ কমিউনিটি ক্লিনিক এর সামনে থেকে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করেন। 

পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করার আগে সকলের উদ্দেশ্যে মির্জা মোস্তফাজ্জামান বলেন, আজ ছাত্র-জনতা দেশটাকে পরিষ্কার করেছে। দেশটা পরিষ্কার পরিচ্ছন্নতা করতে গিয়ে কিছু ধ্বংসস্তুপের সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে সিরাজগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে ধ্বংসস্তুপ পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করা হয়েছে। 
তিনি আরও বলেন, ছাত্রদের ৯ দফা থেকে ১ দফা বাস্তবায়নের সময় কিছু দুষ্কৃতিকারীরা লুটপাট করেছে। দেশ নায়ক তারেক জিয়ার কঠোর নির্দেশে দুষ্কৃতিকারীদের লুটপাট বন্ধের কঠোর নির্দেশনা দিয়েছে। 
 
যারা লুটপাট, বাড়িঘর ভাংচুর করতে থাকে তাদের বিরুদ্ধে দলীয়ভাবে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। আর দৃষ্কৃতিরা যদি লুটপাট, ভাংচুর করতে থাকে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সিরাজগঞ্জে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের সময় নিউ কমিউনিটি ক্লিনিকের এমপি ডা. আব্দুল আজিজ, সিরাজগঞ্জ স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আকাশ খন্দকার ও স্বেচ্ছাকর্মীরা।

এছাড়া শহরের বিভিন্ন পয়েন্টে ছাত্রদেরও পরিষ্কার পরিচ্ছন্নতা করতে দেখা গেছে। সম্পাদনা: সঞ্চয় বিশ্বাস

  • সর্বশেষ
  • জনপ্রিয়