শিরোনাম
◈ সংবিধানবিরোধী আইন বাতিলের দাবি: উত্তাল ভারত, ওয়াকফ সংশোধন নিয়ে ভারতের মুসলিমদের দেশজুড়ে বিক্ষোভ ◈ ঘোমটা তুলতেই দেখা গেল বদলে গেছে কনে, মেয়ের বদলে মায়ের সঙ্গে বিয়ে! ◈ জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে ফের বৈঠকে বসেছে বিএনপি, আলোচনায় নির্বাচন ও সংস্কার ইস্যু ◈ হিন্দু নেতার মৃত্যুকে নিপীড়নের অংশ বলা ভারতের দাবি প্রত্যাখ্যান করল বাংলাদেশ ◈ সুবিধা না পেলেও বিচারকের দায়িত্ব পালন করতে হবে: আইন উপদেষ্টা আসিফ নজরুল ◈ সারা দেশে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের ঢল, গ্রেপ্তার অভিযানে কড়া নজরে পুলিশ ◈ ছাব্বিশের এপ্রিলে নির্বাচন হতে পারে! ◈ গাজায় ইসরায়েলি হামলায় মাইক্রোসফটের ভূমিকা নিয়ে কর্মীদের তীব্র প্রতিবাদ, বরখাস্ত ও পদত্যাগে উত্তাল পরিবেশ ◈ লা লিগায় ‌তিন গো‌লে পি‌ছি‌য়ে থাকা বা‌র্সেলোনা জিত‌লো ৪-৩ গো‌লে  ◈ আবারও যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্প বিরোধী বিক্ষোভে অংশ নিলো হাজার হাজার মানুষ

প্রকাশিত : ০৭ আগস্ট, ২০২৪, ০২:২৭ দুপুর
আপডেট : ০৬ এপ্রিল, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাউজানে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ 

শাহাদাত হোসেন, রাউজান (চট্টগ্রাম): রাউজান উপজেলার উত্তর ও দক্ষিণ প্রান্তে আনন্দ মিছিল করেছেন বিএনপির নেতাকর্মীরা। তারা নিজেদের উপর অত্যাচার ও নিপীড়নের ঘটনা তুলে ধরে বক্তব্য রাখেন।

দীর্ঘ দেড় যুগ ধরে বাড়িছাড়া থাকা, বুকে চেপে রাখা বেদনার স্মৃতি। কেউ কেউ বলছেন, মৃত মা-বাবার মুখ শেষবারের মতো দেখার জন্য বাড়িতে আসার সুযোগ হয়নি। 

জানিয়েছেন, কীভাবে মাঠ-ঘাটে কাজে থাকা অবস্থায় পুলিশ দিয়ে উঠিয়ে নিয়ে ভাঙা অস্ত্র হাতে ধরিয়ে দিয়ে মিথ্যা মামলায় দিয়ে জেল খাটিয়েছেন। সবার অভিযোগ, আওয়ামী লীগের নেতাকর্মীরা পুলিশকে ব্যবহার করে তাদের নির্যাতন করেছেন। 

মঙ্গলবার উপজেলার সদরে ও নোয়াপাড়া পথের হাটে বিএনপির দুটি আনন্দ মিছিল পূর্ব সমাবেশে বক্তারা এসব নির্যাতনের তুরে ধরেন। 

নোয়াপাড়া পথের হাটে সভাপতিত্ব করেন বিএনপি নেতা শামশুল হক বাবু। ইউছুপ তালুকদারের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন উত্তর জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ফিরোজ আহমদ। বক্তব্য রাখেন চেয়ারম্যান আবুল বশর, আজিজুল হক, একরাম মিয়া, সরফত উল্লাহ বাবুল, মাসুদ আলম, জানে আলম, মোজাহেদুল আলম, সেলিম উদ্দিন, গিয়াস উদ্দিন, মোহাম্মদ তৈয়বুল ইসলাম। অপরদিকে গহিরা চৌমুহনী, নোয়াজিষপুর, চিকদাইর ও হলদিয়া ইউনিয়নে বিএনপির সমাবেশ ও আনন্দ মিছিল করেছেন নেতাকর্মীরা। এখানে বক্তব্য রাখেন বিএনপি নেতা মহিউদ্দিন জীবন, দিদারুল আলম, মাসুদুর আলম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়