শিরোনাম
◈ আদালতে  শাজাহান খানের নালিশ ◈ সংবিধানবিরোধী আইন বাতিলের দাবি: উত্তাল ভারত, ওয়াকফ সংশোধন নিয়ে ভারতের মুসলিমদের দেশজুড়ে বিক্ষোভ ◈ ঘোমটা তুলতেই দেখা গেল বদলে গেছে কনে, মেয়ের বদলে মায়ের সঙ্গে বিয়ে! ◈ জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে ফের বৈঠকে বসেছে বিএনপি, আলোচনায় নির্বাচন ও সংস্কার ইস্যু ◈ হিন্দু নেতার মৃত্যুকে নিপীড়নের অংশ বলা ভারতের দাবি প্রত্যাখ্যান করল বাংলাদেশ ◈ সুবিধা না পেলেও বিচারকের দায়িত্ব পালন করতে হবে: আইন উপদেষ্টা আসিফ নজরুল ◈ সারা দেশে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের ঢল, গ্রেপ্তার অভিযানে কড়া নজরে পুলিশ ◈ ছাব্বিশের এপ্রিলে নির্বাচন হতে পারে! ◈ গাজায় ইসরায়েলি হামলায় মাইক্রোসফটের ভূমিকা নিয়ে কর্মীদের তীব্র প্রতিবাদ, বরখাস্ত ও পদত্যাগে উত্তাল পরিবেশ ◈ লা লিগায় ‌তিন গো‌লে পি‌ছি‌য়ে থাকা বা‌র্সেলোনা জিত‌লো ৪-৩ গো‌লে 

প্রকাশিত : ০৬ আগস্ট, ২০২৪, ১০:২৩ রাত
আপডেট : ০৩ এপ্রিল, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাশিমপুর কারাগারে গোলাগুলি, নিয়ন্ত্রণে সেনাবাহিনী

গাজীপুরে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দিদের মধ্যে হঠাৎ উত্তেজনা দেখা দেয়। মুক্তির জন্য বন্দিরা আন্দোলন শুরু করলে ফাঁকা গুলি করেন কারারক্ষীরা। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। সূত্র : কালেরকন্ঠ

প্রত্যক্ষদর্শীরা জানায়, ‘রাজনৈতিক মামলার সব আসামিকে মুক্তি দেওয়া হবে’ এমন খবরে বন্দিদের আত্মীয়-স্বজনরা মঙ্গলবার সকাল থেকে কাশিমপুর কেন্দ্রীয় কমপ্লেক্সের প্রধান ফটকে ভিড় করতে থাকে। দুপুর ১টা দিকে হাই সিকিউরিটি কারাগার রাজনৈতিক এবং সাম্প্রতিক কোটা আন্দোলনে গ্রেপ্তার বন্দিদের ছেড়ে দেওয়ার জন্য কারা কর্তৃপক্ষকে চাপ দিতে থাকে। এক পর্যায়ে তারা জোরপূবর্ক সেল খুলে বের হয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় ব্যাপক উত্তেজনা দেখা দেয়।

বাধ্য হয়ে ফাঁকা গুলি ছুড়ে কারারক্ষীরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। গুলির শব্দে কারাগারের ভেতরে ও বাইরে বন্দিদের স্বজনদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সেনা সদস্যরা দ্রুত কারাগারে গিয়ে পরিস্থিতি শান্ত করে। 
এ বিষয়ে জানতে একাধিকবার কল দেওয়া হলে সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা ফোন রিসিভ করেননি।

জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম বলেন, ‘কারাগারে  কী হয়েছে তা জানার চেষ্টা করছি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়