মনজুরুল ইসলাম, নাটোর: [২] নাটোর-২ আসনের সংসদ সদস্য মো. শফিকুল ইসলাম শিমুলের বাসভবন জান্নাতি প্যালেসে আগুন দিয়েছে বিক্ষুদ্ধ জনতা।
[৩] সোমবার (৫ আগস্ট) বিকেল সাড়ে ৪চার দিকে শহরের কান্দিভিটুয়া এলাকায় এ আগুন ধরিয়ে দেয় বিক্ষুদ্ধ জনতা। অন্যদিকে শহরের একই এলাকায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দেয় সাধারণ মানুষ।
[৪] সরেজমিনে গিয়ে দেখা গেছে, অগ্নিসংযোগের সময় বাড়ির ভিতরে থাকা গাড়িসহ সকল আসবাবপত্র জলতে দেখা যায়। এসময় হাজার হাজার উৎসুক জনতা জান্নাতি প্যালেসের সামনে ভিড় করেন।
[৫] এদিকে শেখ হাসিনার পদত্যাগের খবরে সড়কে নেমে আসেন সাধারণ মানুষ। অনেকে পরিবার নিয়ে হাতে পতাকা নিয়ে রাস্তায় বেরিয়ে মিছিল করেন। এসময় শিক্ষার্থী ও সাধারণ মানুষ মোটরসাইকেল নিয়ে বিজয় মিছিল করেন। সড়কে সড়কে হাজার হাজার মানুষ পরিবার নিয়ে মিছিলে নামতে দেখা গেছে।
[৬] এসময় বিক্ষুদ্ধ জনতা এমপি শিমুলের ছবি, ব্যানার, তোরণ ভাংচুর ও ইটপাটকেল নিক্ষেপ করেন। অনেক শেখ হাসিনার পদত্যাগের খবরে মিষ্টি নিয়ে রাস্তায় নেমে সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করেন।
প্রতিনিধি/একে