জামাল হোসেন, জীবননগর: [২] এক দফা দাবিতে অসহযোগ কর্মসূচি সফল করতে সারাদেশের ন্যায় চুয়াডাঙ্গার জীবননগরে ছাত্র-জনতা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
[৩] রোববার সকাল থেকে উপজেলার জীবননগর শহরের হাসপাতাল গেটে জড়ো হতে শুরু করেন শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ। পরে সকাল সাড়ে ১০টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের গুরুত্বপূর্ণ স্থান ও প্রধান প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ শেষে আবারও হাসপাতাল গেইটে অবস্থান নেয়।
[৪] এ সময় সমাবেশে বক্তব্য দেন- মেডিকেল শিক্ষার্থী আব্দুল্লা, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হাসানুজ্জামান, শিক্ষার্থী মোকলেছুর রহমান রিমন প্রমুখ।
[৫] সমাবেশের নেতৃত্বদানকারি ছাত্র আবদুল্লাহ বলেন, সমন্বয়কদের নির্দেশ অনুযায়ী পরবর্তী কর্মসূচি ঘোষনা করা হবে।
প্রতিনিধি/একে