শিরোনাম
◈ ডিসেম্বরে নির্বাচন আদায়ে সোচ্চার বিএনপি, সর্বদলীয় জনমত গঠনে জোর, চলছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ ◈ সিলেটে বাংলা‌দেশ অলআউট ১৯১ রা‌নে, দিন শে‌ষে জিম্বাবুয়ের সংগ্রহ বিনা উই‌কে‌টে ৬৭ ◈ সংসদ সদস্যদের দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দেওয়ার সুযোগ চায় বিএনপি: চারটি বিষয়ে ব্যতিক্রম প্রস্তাব ◈ যাত্রাবাড়ী ও শাহবাগে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৫ ◈ রিজার্ভ বেড়ে পৌনে ২৭ বিলিয়ন ডলার ◈ বেড়ে দেড় লাখ টাকার মাইলফলকে পৌঁছাল স্মারক স্বর্ণমুদ্রার দাম ◈ রাজনৈতিক দলের নিবন্ধনের সময়সীমা ২২ জুন পর্যন্ত বাড়ল ◈ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ভারতীয় ও চীনা শিক্ষার্থীদের মামলা ◈ মুখে কালো কাপড়, আওয়ামী লীগের ব্যানারে রহস্যজনক মিছিল (ভিডিও)  ◈ ‘অত্যাচার করে’ পুলিশ হত্যার জবানবন্দি নেয়া হয়েছিল: আইন উপদেষ্টা

প্রকাশিত : ০৪ আগস্ট, ২০২৪, ০৪:০৫ দুপুর
আপডেট : ০৩ এপ্রিল, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অসহযোগ আন্দোলনের প্রথমদিনেই ফরিদপুরে রণক্ষেত্র

ফরিদপুর প্রতিনিধি: [২] বৈষম্য বিরোধী ছাত্রদের অসহযোগ আন্দোলনের প্রথমদিনে জেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের কার্যালয়ে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা। 

[৩] রোববার বেলা সোয়া ১১টার দিকে ফরিদপুর শহরের হাসিবুল হাসান লাবলু সড়কে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে হামলার ঘটনা ঘটে। এসময় ওই অফিসের সামনে অবস্থানকারী আওয়ামী লীগের কর্মীরা পালিয়ে গেলে বিক্ষুদ্ধরা আওয়ামী লীগ কার্যালয় এবং সামনে থাকা প্রায় ১৫-২০টি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় কার্যালয়ের ভিতরে ঢুকে ব্যাপক ভাংচুর করা হয়।

[৪] বিক্ষোভকারীরা সাড়ে ১১টার দিকে সরকারি রাজেন্দ্র কলেজের ছাত্র সংসদের ভবন দখল করে বানানো জেলা ছাত্রলীগের কার্যালয়ে হামলা চালিয়ে ভাংচুর করে আগুন ধরিয়ে দেয়। এরপর ফরিদ শাহ সড়কের কোটপাড় এলাকার দিকে যেতে চাইলে রাজেন্দ্র কলেজ ও জেলখানার মোড়ে বাধা দেয় পুলিশ। এসময় পুলিশ রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড ও কাঁদারেন গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।

[৫] বেলা ১২টার দিকে বিক্ষোভকারীরা থানা রোডের শহর আওয়ামী লীগে কার্যালয়ে হামলা করে ব্যাপক ভাঙচুর করে। এরপর লাভলু সড়কে বিক্ষোভকারী সাথে আওয়ামী লীগের অঙ্গসংগঠন নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। 

[৬] এদিকে সাড়ে ১২টার দিকে জনতা ব্যাংকের মোড়ে ট্রাফিক পুলিশের বক্স ভাংচুর করে কোতয়ালী থানায় হামলা করতে ইটপাটকেল ছুঁড়তে এগিয়ে গেলে পুলিশ টিয়ারশেল ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। কোতোয়ালি থানার চারপাশে পুলিশ ঘিরে রেখেছেন। 

[৭] সরেজমিনে দেখা যায়, সকাল ১০টার দিকে আসহযোগ আন্দোলনে হাজার হাজার সমর্থক শহরের পশ্চিমখাবাসপুর এলাকায় অবস্থিত বঙ্গবন্ধু বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে সমবেত হয়। এসময় বিক্ষোভকারীদের সঙ্গে অনেক নারী-পুরুষরা অংশ নেয়। 

[৮] বিক্ষোভকারীরা মিছিল করে ভাঙ্গা রাস্তার মোড়, হাজরা তলার মোড়, আলীপুর নতুন সেতু, গোরস্থানের মোড়, আলীপুর মোড় হয়ে প্রথমে আওয়ামী লীগ অফিসে হামলা চালায়। এ সময় বিক্ষোভকারীদের হাতে বাঁশের লাঠি, কাঠের লাঠি, লোহার রডসহ ইটপাটকেল দেখা গেছে। পৃথক পৃথক সংঘর্ষের ঘটনায় কয়েকজনের আহতের খবর পাওয়া গেছে। 

[৯] এ রিপোর্ট লেখা পর্যন্ত ফরিদপুরে থমথমে অবস্থা বিরাজ করছে। বিভিন্ন সরকারি অফিস ও স্থাপনের সামনে টহল দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়া শহরের গুরুত্বপূর্ণ সড়কেও আইনশৃঙ্খলা বাহিনী টহল দিচ্ছে। 

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়