শিরোনাম
◈ আদালতে  শাজাহান খানের নালিশ ◈ সংবিধানবিরোধী আইন বাতিলের দাবি: উত্তাল ভারত, ওয়াকফ সংশোধন নিয়ে ভারতের মুসলিমদের দেশজুড়ে বিক্ষোভ ◈ ঘোমটা তুলতেই দেখা গেল বদলে গেছে কনে, মেয়ের বদলে মায়ের সঙ্গে বিয়ে! ◈ জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে ফের বৈঠকে বসেছে বিএনপি, আলোচনায় নির্বাচন ও সংস্কার ইস্যু ◈ হিন্দু নেতার মৃত্যুকে নিপীড়নের অংশ বলা ভারতের দাবি প্রত্যাখ্যান করল বাংলাদেশ ◈ সুবিধা না পেলেও বিচারকের দায়িত্ব পালন করতে হবে: আইন উপদেষ্টা আসিফ নজরুল ◈ সারা দেশে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের ঢল, গ্রেপ্তার অভিযানে কড়া নজরে পুলিশ ◈ ছাব্বিশের এপ্রিলে নির্বাচন হতে পারে! ◈ গাজায় ইসরায়েলি হামলায় মাইক্রোসফটের ভূমিকা নিয়ে কর্মীদের তীব্র প্রতিবাদ, বরখাস্ত ও পদত্যাগে উত্তাল পরিবেশ ◈ লা লিগায় ‌তিন গো‌লে পি‌ছি‌য়ে থাকা বা‌র্সেলোনা জিত‌লো ৪-৩ গো‌লে 

প্রকাশিত : ০৪ আগস্ট, ২০২৪, ০৩:৫৮ দুপুর
আপডেট : ০৪ এপ্রিল, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বরগুনায় আওয়ামী লীগের অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল

সাগর আকন, বরগুনা: [২] শিক্ষার্থীদের অসহযোগ ও একদফা আন্দোলন প্রতিহত করতে বিক্ষোভ মিছিল-সমাবেশ ও অবস্থান কর্মসূচি করেছে বরগুনা জেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠন। 

[৩] রোববার (৪ আগস্ট) সকাল ৯টা থেকে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জড়ো হতে থাকে নেতাকর্মীরা। এরপর দলীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। বেলা সোয়া ১১টার দিকে বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারও জেলা আওয়ামী লীগের সামনে অবস্থান কর্মসূচি করেন তারা। 

[৪] এসময় বক্তারা বলেন, দেশের স্বার্থে সকল ষড়যন্ত্র দলীয় ভাবেই মোকাবেলা করবে আওয়ামী লীগ। যারা অরাজকতা সৃষ্টি করতে চাইবে তাদের কঠোরভাবে দমন করা হবে। 

[৫] এদিকে সকাল থেকে বরগুনায় অসহযোগ আন্দোলনের শিক্ষার্থীদের কোন কর্মসূচি দেখা যায়নি। তবে থমথমে পরিস্থিতি বিরাজ করছে শহরের মধ্যে। ফার্মেসি পট্টি, গার্মেন্টস পট্টি, কসমেটিকস পট্টির বেশিরভাগ ব্যবসায়ীরা দোকানপাট খোলেনি। 

[৬] নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক ব্যবসায়ী বলেন, দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিতে আমরা নিরাপত্তার কথা ভেবে দোকান বন্ধ রেখেছি। 

[৭] বেশ কয়েকজন পথচারীরা বলেন, লাঠিসোঁটা নিয়ে মিছিল দেখলাম। আমরা নৈরাজ্য চাই না। আতঙ্ক নিয়ে ঘর থেকে বের হতে হয়। 

[৮] এদিকে বরগুনা-ঢাকা সড়ক পথে সকাল থেকে বন্ধ আছে বাস চলাচল। 

[৯] বরগুনা বাস মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মো. কবির হোসেন বলেন, যাত্রী না থাকায় আপাতত বাস চলাচল বন্ধ রয়েছে। যাত্রী চাপ বাড়লে স্বাভাবিক নিয়মে বাস চলবে।

[১০] যাত্রী সংকটের কারণে বন্ধ রয়েছে বরগুনা-ঢাকা লঞ্চ চলাচলও। 

[১১] বরগুনা লঞ্চঘাটের এম কে শিপিংস এর ঘাট ম্যানেজার এনায়েত হোসেন বলেন, যাত্রী নেই বললেই চলে। তাই লঞ্চ চলাচল বন্ধ।

[১২] বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হোসেন বলেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সবোর্চ্চ ব্যবস্থা নিয়েছে পুলিশ। বরগুনার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে। মানুষের সাধারণ জীবনযাপন নিশ্চিত করতে পুলিশ তৎপর। 

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়