স্বপ্না আক্তার, নীলফামারী: [২] নীলফামারীতে বৈষম্য বিরোধী ছাত্রদের অসহযোগ আন্দোলনের গণমিছিলকে ছত্রভঙ্গ করতে পুলিশ, আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের বাঁধায় শুরু হয় ধাওয়া পাল্টা-ধাওয়া।
[৩] পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে পুলিশ টিয়ারসেল, সাউন্ড গ্রেনেট, রাবার বুলেটসহ গুলি ছুড়ে। এতে ছাত্র,সাংবাদিক, পথচারী,রিক্সাচালকসহ গুলিবিদ্ধ হয় ১০ জন এবং গুরুতর আহত হয় প্রায় অর্ধশতাধিক।
[৪] আজ রবিবার সকালে জেলা শহরের চৌরঙ্গীমোড় এবং পুলিশ সুপার কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। পরে আহতদের নীলফামারী জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য ভতি করানো হয়। পরে আন্দোলনকারীরা জেলা আওয়ামীলীগ কার্যালয়, নীলফামারী-২ আসনের এমপি আসাদ্জ্জুামান নূরের বাড়িও ভাংচুর করে।
[৫] অপরদিকে জেলার জলঢাকায় বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে সংঘর্ষে গুরুতর আহত হয় ৫জন ছাত্রলীগের নেতা-কর্মী। তাদের চিকিৎসার জন্য পাঠানো হয় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। পুরো জেলা এখন বৈষম্য বিরোধী ছাত্রদের দখলে। সম্পাদনা: এ আর শাকিল
প্রতিনিধি/এআরএস