শিরোনাম
◈ বিএনপির বর্ধিত সভায় চার হাজার লোকের সমাগম হবে, তারেক রহমান গুরুত্বপূর্ণ বার্তা দেবেন : এ্যানী ◈ নিউজিল্যান্ডকে ২৩৭ রানের লক্ষ্য দিল বাংলাদেশ ◈ কক্সবাজারে বিমানবাহিনীর গুলিতে যুবকের মৃত্যুর তথ্য অপপ্রচার: আইএসপিআর ◈ ৪০ দিনের ছুটিতে যাচ্ছে দেশের সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান ◈ তুরস্কের ক্ষমতাসীন দলে যোগ দিলেন প্রাক্তন ফুটবলার মেসুত ওজিল ◈ ওমান ও যুক্তরাষ্ট্রের থেকেও পাকিস্তানি বোলারদের গড় খারাপ: ওয়াসিম আকরাম ◈ চ্যাম্পিয়নস ট্রফি থেকে পাকিস্তানের বিদায় দেখছেন অধিনায়ক রিজওয়ান ◈ আজ রাত থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম টের পাবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েসহ ১২ সড়ক-সেতুর নাম পরিবর্তন ◈ ঢাকাসহ সারা দেশে সন্ধ্যা থেকে যৌথ বাহিনীর প্যাট্রলিং

প্রকাশিত : ০৩ আগস্ট, ২০২৪, ০৮:১০ রাত
আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুষ্টিয়ায় মহাসড়কে শিক্ষার্থীদের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের বিক্ষোভ

ফয়সাল চৌধুরী, কুষ্টিয়া: [২] ‌কুষ্টিয়ায় ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থী ও অভিভাবকরা। এ সময় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরকে মিছিলে যোগ দিতে দেখা গেছে।

[৩] শনিবার (৩ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের সামনে থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করে বিভিন্ন স্লোগান দিতে শুরু করেন। মুহূর্তের মধ্যে শত শত শিক্ষার্থী প্ল্যাকার্ড-ফেস্টুন নিয়ে বিক্ষোভ মিছিলে শামিল হন। এ সময় তাদের সঙ্গে বেশ কয়েকজন নারী-পুরুষ-অভিভাবককেও দেখা যায়। কুষ্টিয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও তিনবারের সাবেক সংসদ সদস্য সোহরাব উদ্দীনও এই মিছিলে যোগ দেন। 

[৪] এরপর কুষ্টিয়া-ঝিনাইদহ সড়কের সাদ্দাম বাজার হয়ে চৌড়হাস এবং চৌড়হাস থেকে মজমপুর গেটের মোড়ে যান। সেখানে কিছুক্ষণ অবস্থান নিয়ে আবার সাদ্দাম বাজারে গিয়ে মিছিল শেষ হয়। বেলা দুইটা পর্যন্ত শহরে তিন কিলোমিটার মহাসড়ক প্রদক্ষিণ করে এই বিক্ষোভ মিছিল হয়। শান্তিপূর্ণ এই বিক্ষোভ মিছিলে কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি। 

[৫] এদিকে সকাল থেকে কুষ্টিয়া শহরের মোড়ে মোড়ে পুলিশ সদস্যরা সতর্ক অবস্থান নিয়েছেন। তবে আওয়ামী লীগ ও তাদের অঙ্গ সংগঠনের কোনো নেতাকর্মীকে এসব এলাকায় অবস্থান করতে দেখা যায়নি। 

[৬] এ বিষয়ে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্‌) পলাশ কান্তি নাথ বলেন, আন্দোলনকারীরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল করেছেন। কোনো রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই সবকিছু শেষ হয়েছে।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়