শিরোনাম
◈ বিএনপির বর্ধিত সভায় চার হাজার লোকের সমাগম হবে, তারেক রহমান গুরুত্বপূর্ণ বার্তা দেবেন : এ্যানী ◈ নিউজিল্যান্ডকে ২৩৭ রানের লক্ষ্য দিল বাংলাদেশ ◈ কক্সবাজারে বিমানবাহিনীর গুলিতে যুবকের মৃত্যুর তথ্য অপপ্রচার: আইএসপিআর ◈ ৪০ দিনের ছুটিতে যাচ্ছে দেশের সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান ◈ তুরস্কের ক্ষমতাসীন দলে যোগ দিলেন প্রাক্তন ফুটবলার মেসুত ওজিল ◈ ওমান ও যুক্তরাষ্ট্রের থেকেও পাকিস্তানি বোলারদের গড় খারাপ: ওয়াসিম আকরাম ◈ চ্যাম্পিয়নস ট্রফি থেকে পাকিস্তানের বিদায় দেখছেন অধিনায়ক রিজওয়ান ◈ আজ রাত থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম টের পাবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েসহ ১২ সড়ক-সেতুর নাম পরিবর্তন ◈ ঢাকাসহ সারা দেশে সন্ধ্যা থেকে যৌথ বাহিনীর প্যাট্রলিং

প্রকাশিত : ০৩ আগস্ট, ২০২৪, ০৫:১২ বিকাল
আপডেট : ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুষ্ঠু বিচার না পেলে বিচারের দাবিতে রাজপথে নামবো: সাংবাদিকদের জাহাঙ্গীর আলম

এ এইচ সবুজ, গাজীপুর: [২] চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে শনিবার সকালে দেশে ফিরেই গাজীপুর মহানগরীর সাবেক মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম তার উপর হামলা ও সহকারী জুয়েল মোল্লার হত্যার বিচার চাইলেন।

[৩] ৩ আগষ্ট সকাল সাড়ে ১১টার দিকে নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন জাহাঙ্গীর আলম। সুষ্ঠু বিচার না পেলে বিচারের দাবীতে  রাজপথে নামার কথাও স্মরণ করে দিলেন আইনশৃঙ্খলা বাহিনীকে।

[৪] সংবাদ সম্মেলনে নিজদলের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ তুলে জাহাঙ্গীর আলম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রশ্নবিদ্ধ করে নিজেরা ঘরে চুপ করে বসে রইলেন? সারা বিশ্বের সাথে সম্পর্কচ্ছেদ করে সিংহাসন আঁকড়ে থাকা যায়না। শিক্ষার্থীদের বুকে বুলেট চলবে এটা কারোরেই কাম্য না। 

[৫] তিনি আরো বলেন, নিজ বাড়িতে আমার মা মেয়র জায়েদা খাতুনকে আক্রমণ করা হল। তাকে কেন সেনাবাহিনী, পুলিশ, বিজিবিকে উদ্ধার করতে হল? যাদের ইশারায় আমাকে ও আমার মাকে হত্যা করতে চেয়েছিল তাদের সঠিক তদন্তের মাধ্যমে সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা-নীরিক্ষা করে আইনের আওতায় আনতে হবে। অন্যদিকে নির্দোষ কেউ যেন শাস্তি না পায় সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। 

[৬] সদ্য মহানগর আওয়ামীলীগের কমিটির অনুমোদন দেয়ার বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন ৫০-৬০ বছরের মাঠ পর্যায়ের ত্যাগী নেতাদের বাদ দিয়ে বাটপার, খুনি সন্ত্রাসীদের দিয়ে যদি কমিটি করে থাকেন তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। চল্লিশ লাখ জনগণের ১২ লাখ ভোট অধ্যুষিত গাজীপুর শহরের মানুষকে যদি আর কোন ক্ষতি করা হয় তাহলে আমরাও রাজপথ চিনি, আমরা কথা বলতে জানি, আমরাও জানি কীভাবে ব্যবস্থা নিতে হয়। বৃষ্টি উপেক্ষা করে আপনারা বিমানবন্দর থেকে আমাকে নিয়ে আসছেন। আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা স্বীকার করছি।

[৭] অভিযোগের তীর তার বিরোধী একটি মহলের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, "আমার কথা সঠিকটা সব সময় আসেনা। আমি সময় নিয়ে বিস্তারিত ব্যাখ্যা করবো আমাদের ওপর এ ক্ষতি কে কে করতে চেয়েছে।

[৮] উল্লেখ্য গত ১৯ জুলাই শুক্রবার ঢাকায় কোটা বিরোধী আন্দোলনের বিপক্ষে আওয়ামী লীগের ডাকা শান্তি সমাবেশে যোগ দিতে গাজীপুর থেকে মোটর ও গাড়ির বহরে কয়েক শ'নেতা কর্মী নিয়ে যোগ দিতে গিয়ে আন্দোলনকারীদের রোষানলে পড়েন ঢাকার উত্তরা এলাকায়।

[৯] ওই সময় তার সহকারী জুয়েল মন্ডল নিহত হন। জাহাঙ্গীর আলম প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করলে, আইনশৃঙ্খলা বাহিনী তাকে উদ্ধার করলে এ যাত্রায় প্রাণে বেঁচে যান তিনি। পর দিন শনিবার (২০ জুলাই) চিকিৎসার জন্য সিঙ্গাপুর চলে যান। দুই সপ্তাহ পর শনিবার সকাল প্রায় ৮টার দিকে হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে কয়েক'শ নেতাকর্মী তাকে বিমানবন্দরে অভিনন্দন জানান। এসময় নেতাকর্মীরা তাকে সঙ্গে নিয়ে গাজীপুরে আসেন। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়