শিরোনাম
◈ আদালতে  শাজাহান খানের নালিশ ◈ সংবিধানবিরোধী আইন বাতিলের দাবি: উত্তাল ভারত, ওয়াকফ সংশোধন নিয়ে ভারতের মুসলিমদের দেশজুড়ে বিক্ষোভ ◈ ঘোমটা তুলতেই দেখা গেল বদলে গেছে কনে, মেয়ের বদলে মায়ের সঙ্গে বিয়ে! ◈ জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে ফের বৈঠকে বসেছে বিএনপি, আলোচনায় নির্বাচন ও সংস্কার ইস্যু ◈ হিন্দু নেতার মৃত্যুকে নিপীড়নের অংশ বলা ভারতের দাবি প্রত্যাখ্যান করল বাংলাদেশ ◈ সুবিধা না পেলেও বিচারকের দায়িত্ব পালন করতে হবে: আইন উপদেষ্টা আসিফ নজরুল ◈ সারা দেশে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের ঢল, গ্রেপ্তার অভিযানে কড়া নজরে পুলিশ ◈ ছাব্বিশের এপ্রিলে নির্বাচন হতে পারে! ◈ গাজায় ইসরায়েলি হামলায় মাইক্রোসফটের ভূমিকা নিয়ে কর্মীদের তীব্র প্রতিবাদ, বরখাস্ত ও পদত্যাগে উত্তাল পরিবেশ ◈ লা লিগায় ‌তিন গো‌লে পি‌ছি‌য়ে থাকা বা‌র্সেলোনা জিত‌লো ৪-৩ গো‌লে 

প্রকাশিত : ০২ আগস্ট, ২০২৪, ০৯:০৩ রাত
আপডেট : ০৫ এপ্রিল, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোটা আন্দোলনে নিহত বেওয়ারিশ মরদেহটি কৃষকের ছেলে ফয়সালের

সোহাইবুল ইসলাম, কুমিল্লা: [২] কোটা আন্দোলনের সময় গুলিতে নিহত বেওয়ারিশ মরদেহটি ছিল কুমিল্লার ছেলে ফয়সালের। আন্দোলনের পর থেকে তাকে না পেয়ে তার পরিবার সব জায়গায় খবর নেওয়া শুরু করে। দীর্ঘ ১৩ দিন নিখোঁজ থাকার পরে অবশেষে তারা জানতে পারলো যে ফয়সাল গুলিতে নিহত হয়েছে। এমনকি তার মরদেহ বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে। 

[৩] নিহত যুবক কুমিল্লার দেবিদ্বার উপজেলার এলাহাবাদ ইউনিয়নের কাচিসাইর সরকার বাড়ির কৃষক মো. রাজা মিয়ার বড় ছেলে।

[৪] জানা যায়, পরিবারের উপার্জনের স্বার্থে ঢাকায় চাকরি করতেন ফয়সাল। গত ১৯ জুলাই দুপুরে পুলিশ ও কোটা আন্দোলনের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের সময় মাথায় গুলিবিদ্ধ হন ফয়সাল। পরে সেখান থেকে স্থানীয়রা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে  নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়। ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ স্বজনদের কোনো সন্ধান না পাওয়ায় মঙ্গলবার বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে। 

[৫] ১৯ জুলাই দুপুর থেকে ফয়সালের মোবাইল ফোন বন্ধ পাওয়ায় পরিবার কোনোভাবেই যোগাযোগ করতে পারেনি ছেলের সঙ্গে। তাই শেষবারের মতো ছেলেকে দেখা হলো না পরিবারের। গত তিন দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফয়সালের নিখোঁজের ছবি প্রকাশ করলে ঢাকা মেডিকেল কর্তৃপক্ষের নজরে আসে বিষয়টি। তখন ঢামেক সূত্রে জানতে পারা যায় যে ফয়সালের মরদেহটি বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে। 

[৬] কুমিল্লার দেবিদ্বারের ইউএনও নিগার সুলতানা বলেন, কারা কারা মারা গেছে সে তালিকা এই মুহূর্তে আমার হাতে নেই। তাই এ বিষয়ে সঠিকভাবে বলতে পারব না। যদি পরিবার সাহায্য চায়, তাহলে আমরা তাকে সাহায্য করবো। এর আগেও একজনকে ২০ হাজার টাকা দিয়ে আমরা সাহায্য করেছি। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়