শিরোনাম
◈ আদালতে  শাজাহান খানের নালিশ ◈ সংবিধানবিরোধী আইন বাতিলের দাবি: উত্তাল ভারত, ওয়াকফ সংশোধন নিয়ে ভারতের মুসলিমদের দেশজুড়ে বিক্ষোভ ◈ ঘোমটা তুলতেই দেখা গেল বদলে গেছে কনে, মেয়ের বদলে মায়ের সঙ্গে বিয়ে! ◈ জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে ফের বৈঠকে বসেছে বিএনপি, আলোচনায় নির্বাচন ও সংস্কার ইস্যু ◈ হিন্দু নেতার মৃত্যুকে নিপীড়নের অংশ বলা ভারতের দাবি প্রত্যাখ্যান করল বাংলাদেশ ◈ সুবিধা না পেলেও বিচারকের দায়িত্ব পালন করতে হবে: আইন উপদেষ্টা আসিফ নজরুল ◈ সারা দেশে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের ঢল, গ্রেপ্তার অভিযানে কড়া নজরে পুলিশ ◈ ছাব্বিশের এপ্রিলে নির্বাচন হতে পারে! ◈ গাজায় ইসরায়েলি হামলায় মাইক্রোসফটের ভূমিকা নিয়ে কর্মীদের তীব্র প্রতিবাদ, বরখাস্ত ও পদত্যাগে উত্তাল পরিবেশ ◈ লা লিগায় ‌তিন গো‌লে পি‌ছি‌য়ে থাকা বা‌র্সেলোনা জিত‌লো ৪-৩ গো‌লে 

প্রকাশিত : ০২ আগস্ট, ২০২৪, ০৭:২৮ বিকাল
আপডেট : ০৯ মার্চ, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে জামায়াতের কার্যালয়ে ককটেল উদ্ধারের ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

ফরিদপুর প্রতিনিধি: [২] ফরিদপুরে জামায়াতের জেলা কার্যালয়ে অভিযান চালিয়ে ১২টি ককটেল উদ্ধারের ঘটনায় মামলা দায়ের করেছে পুলিশ। মামলায় আসামি হিসেবে ১৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও কয়েকজনকে। এ ঘটনায় তাকবীর (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। 

[৩] শুক্রবার (২ আগস্ট) বিকালে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন। 

[৪] এর আগে বৃহস্পতিবার (১ আগস্ট) রাতে সন্ত্রাস দমন ও বিস্ফোরক আইনে ফরিদপুর কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এজাহারে জামায়াতের কার্যালয়ে তল্লাশি করে ককটেল ও জঙ্গি তৎপরতার বইসহ বিভিন্ন বস্তু উদ্ধারের কথা উল্লেখ করা হয়েছে।

[৫] একইদিন বৃহস্পতিবার বেলা পৌনে তিনটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত ফরিদপুর শহরের চকবাজার জামে মসজিদসংলগ্ন মার্কেটের চারতলায় ওই কার্যালয়ে তল্লাশি করে পুলিশ।

[৬] ফরিদপুরে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান বলেন, গ্রেপ্তার যুবকের দেওয়া তথ্য অনুযায়ী বৃহস্পতিবার বিকেলে জেলা জামায়াতের কার্যালয়ে অভিযান চালিয়ে ১২টি ককটেল সদৃশ বস্তু ও নিষিদ্ধ উগ্রবাদী বই জব্দ করা হয়। এর পরিপ্রেক্ষিতে কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়