শিরোনাম
◈ গণতন্ত্র পুনরুদ্ধারে অনন্য নজির স্থাপন করেছেন বাংলাদেশে দুইজন সেনাপ্রধান  ◈ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি: মুখোমুখি অবস্থানে আন্দোলনকারী-পুলিশ (ভিডিও) ◈ রমজানে কমলো সরকারি অফিসের সময় ◈ স্বর্ণ ব্যবসায়ীকে গুলি: বাসার গেট না খোলায় নিরাপত্তাকর্মী আটক ◈ ইলিয়াসকে সোহেল তাজের চ্যালেঞ্জ: প্রমাণ করো, না পারলে নাকে খত দিতে হবে ◈ দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় যে নির্দেশনা দিলেন সেনাপ্রধান (ভিডিও) ◈ এবার যা বললেন বনশ্রীতে গুলিবিদ্ধ হওয়া স্বর্ণ ব্যবসায়ী (ভিডিও) ◈ সাজেকের আগুন আড়াই ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি, পুড়ছে রিসোর্ট-কটেজ (ভিডিও) ◈ মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় ১৩ ঘণ্টা গ্যাস থাকবে না ◈ কিছু ক্ষেত্রে ব্যর্থতার কথা স্বীকার করলেন আসিফ নজরুল (ভিডিও)

প্রকাশিত : ০১ আগস্ট, ২০২৪, ১০:৫২ দুপুর
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে মৎস্য সপ্তাহ-২৪ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

সনত চক্রবর্ত্তী, ফরিদপুর: [২] "নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের ভাঙ্গায় বিভিন্ন আয়োজনের মধ্যে দিয়ে 'জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪' উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলা মৎস্য অফিসের আয়োজনে শোভাযাত্রা, মাছের পোনা অবমুক্তকরন, উদ্বোধন অনুষ্ঠান, আলোচনাসভা ও মাছচাষে সফলতা অর্জন করায় সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। 

[৩] বুধবার (৩১ জুলাই)দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহিত কার্যক্রম বিষয়ে বিস্তারিত তুলে ধরে স্বাগত বক্তব্য ও অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা দেবলা চক্রবর্ত্তী।

[৪] উপজেলা নির্বাহী কর্মকর্তা বি এম কুদরত-এ খুদার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মৎস্য সপ্তাহের শুভ উদ্বোধন করেন ফরিদপুর-৪ আসনের সাংসদ মজিবর রহমান চৌধুরী নিক্সন।

[৫] এর আগে তিনি আগত অতিথি ও মৎস্য চাষী, মৎস্য জীবিদের নিয়ে শোভাযাত্রা শেষে উপজেলা স্টাফ কোয়ার্টার সংলগ্ন পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন। এতে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহাদাৎ হোসেন, উপজেলা চেয়ারম্যান মোঃ কাওছার ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান ও সাবেক অধ্যক্ষ এবিএম ইব্রাহিম খলিল, ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মামুন আল রশিদ। 

[৬] এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার জীবাংসু দাস, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জালাল উদ্দীন, সমাজসেবা কর্মকর্তা মোমিনুর রহমান, নির্বাচন কর্মকর্তা হাচেন উদ্দিন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা রবিন বিশ্বাস, এলজিইডি কর্মকর্তা মোঃ শাহ আলম, উপজেলা মৎস্য অফিস সহকারী রুবেল খান, মাঠ সহায়ক কর্মী ইশতিয়াক আহমেদ অন্তর, সুস্মিতা ধর, মৎস্য চাষী সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। 

[৭] অনুষ্ঠানে মাছ চাষে সফলতার স্বীকৃতি স্বরুপ আলগী ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আনোয়ার হোসেন মোল্লা সহ তিনজনকে সম্মাননা ক্রেষ্ট পুরুষ্কার প্রদান করা হয়। সম্পাদনা: ইস্রাফিল ফকির

প্রতিনিধি/আইএফ

  • সর্বশেষ
  • জনপ্রিয়