শিরোনাম
◈ ভারতের দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণ, কারণ নিয়ে ধোঁয়াশা ◈ মানহানির মামলায় খালাস পেলেন তারেক রহমান ◈ বিমানকর্মীর সঙ্গে যে কাণ্ড করলেন সাইফ ! ◈ পিআর নির্বাচন পদ্ধতি কী? প্রচলিত ব্যবস্থার সঙ্গে পার্থক্য কোথায় ◈ হামাস প্রধান সিনওয়ার সুড়ঙ্গ পথে কীভাবে চলাচল করতেন (ভিডিও) ◈ বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্ট ক্রিকেট দেখা যাবে সর্বনিম্ম ১০০ টাকায় ◈ বিকালে নারী সাফ ফুটবলে বাংলাদেশ-পাকিস্তান মুখোমুখি ◈ অনেক লড়াই করে জিতলো রিয়াল মাদ্রিদ ◈ ১১ মিনিটের মধ্যে মেসির হ্যাটট্রিক, ইংল্যান্ড রেভ্যুলেশনকে ৬-২ গোলে হারালো মিয়ামি  ◈ মধ্যরাতে শিক্ষার্থীদের তোপের মুখে জাবি প্রভোস্টের পদত্যাগ

প্রকাশিত : ২৯ জুলাই, ২০২৪, ০৯:০৭ রাত
আপডেট : ০৩ অক্টোবর, ২০২৪, ০৯:২৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় একজনের কারাদণ্ড

মো. আসাদুল্লাহ, চাঁপাইনবাবগঞ্জ: [২] চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় মো. মাসুদ (৪৩) নামের একজনকে কারাদণ্ড দিয়েছেন স্পেশাল ট্রাইব্যুনাল-২। দণ্ডপ্রাপ্ত আসামি জেলার শিবগঞ্জ উপজেলার কালিগঞ্জ গ্রামের মৃত বুল্লু ওরফে ভুলুর ছেলে।

[৩] সোমবার দুপুরে স্পেশাল ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. রবিউল ইসলাম এই দণ্ড প্রদান করেন।

[৪] মামলার বরাত দিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. রবিউল ইসলাম জানান, ২০১২ সালের ২৭ ফেব্রুয়ারি ৩৯ বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি সদস্যরা জেলার সদর উপজেলার মহানন্দা সেতুর বারঘরিয়া গোল চত্বরে তল্লাশী অভিযান পরিচালনা করেন। এ সময় মাসুদকে সন্দেহ হলে তার দেহ তল্লাশী করে একটি পিস্তল, দুইটি ম্যাগাজিন ও ৬ রাউন্ড গুলিসহ মাসুদকে আটক করা হয়। ওইদিনই বিজিবির হাবিলদার বিজয় ভট্টাচার্য বাদী হয়ে সদর থানায় মাসুদকে আসামি করে মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা (এলআই বিজিবি) এসআই আখের আলী তদন্ত শেষে ২০১২ সালের ২১ মে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

[৫] মামলার শুনানী ও সাক্ষ্যগ্রহণ শেষে ট্রাইব্যুনাল-২ মাসুদকে অস্ত্র আইনে ১৯-এ ধারায় ১০ বছর সশ্রম কারাদণ্ড এবং ১৯-এফ ধারায় ৭ বছর সশ্রম কারাদণ্ড প্রদান করেন। 

[৬] দুটি সাজা একত্রে চলবে বলে  রায়ে উল্লেখ করা হয়। রায় ঘোষণার সময় আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারী করেন ট্রাইব্যুনাল।

প্রতিনিধি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়