শিরোনাম
◈ মাসে অতিরিক্ত ২৫০ মিলিয়ন ডলার গুনতে হবে মার্কিন শুল্ক থাকলে  ◈ ভারতের সঙ্গে কাশ্মীর নিয়ে দ্বন্দ্বের প্রসঙ্গ বাংলাদেশের কাছে তুলল পাকিস্তান ◈ মেরে না ফেলা পর্যন্ত ভারত, ‘র’ আর আ.লীগের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে: হাসনাত আবদুল্লাহ ◈ ‘চীন সরকারের হাসপাতাল নীলফামারীতে হবে’ ◈ বাংলাদেশ ভ্রমণে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা ◈ বাসাবাড়িতে নতুন গ্যাস সংযোগ নিয়ে তিতাসের সতর্কবার্তা ◈ দেশের বাজারে আবার বাড়লো স্বর্ণের দাম, দেশের ইতিহাসে সর্বোচ্চ ◈ প্রশাসন কার পক্ষে,পাল্টাপাল্টি অভিযোগে এনসিপি - বিএনপি ◈ প্রাথমিকের সহকারী শিক্ষকদের বেতনস্কেলের প্রস্তাব বাস্তবায়নে কাজ চলছে: গণশিক্ষা উপদেষ্টা ◈ জাতীয় সংসদের আসন ৬০০ করার সুপারিশ নারী সংস্কার কমিশনের

প্রকাশিত : ২৯ জুলাই, ২০২৪, ০২:৪৩ দুপুর
আপডেট : ২৭ মার্চ, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে কোটা বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি প্রত্যাহার করলো আন্দোলনকারীরা

ফরিদপুর প্রতিনিধি: [২] সোমবার (২৯ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের হলরুমে আন্দোলনরত শিক্ষার্থীদের একাধিক সমন্বয়কারী সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন। আন্দোলন প্রত্যাহারের লিখিত বক্তব্য পাঠ করেন, জেলার অন্যতম সমন্বয়কারী ও ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী মোহাম্মদ আরমান শিকদার।

[৩] প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে আন্দোলনকারীদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- সমন্বয়কারী মেহেদী হাসান, ফাহাদ রহমান, রাকিব হোসেন প্রমূখ। 

[৪] বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীরা বলেন, সারাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে সরকারি চাকুরিতে কোঠা সংস্কারের দাবিতে আন্দোলন করা হয়। আন্দোলনে দেশের অনেকে অপ্রত্যাশিতভাবে আহত ও নিহত হয়েছেন। এছাড়াও রাষ্ট্রীয় সম্পদ মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, সেতু ভবন, বাংলাদেশ টেলিভিশন ভবনসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। যা কখনোই আমাদের কাম্য নয়। আমরা এই সকল অনাকাঙ্খিত ঘটনার তীব্র নিন্দা জানাই এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি।

[৫] আন্দোলনকারীদের লিখিত বক্তব্যে সূত্রে জানা যায়, ছাত্রদের প্রধান দাবি ছিলো কোটার যৌক্তিক সংস্কার যা ইতোমধ্যেই সরকার আপিল বিভাগের নির্দেশে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন আকারে জারি করেছে। এখন থেকে সব ধরণের সরকারি চাকরিতে ৯৩ শতাংশ সাধারণ মেধা কোটা, ৫% মুক্তিযোদ্ধা কোটা, ২% অন্যান্য কোটা যা সাধারণ শিক্ষার্থীরা সাদরে গ্রহণ করে। শিক্ষার্থীদের যৌক্তিক দাবি সরকার পূরণ করায় বৈষম্য কোটা বিরোধী নিয়ে ফরিদপুরের যে সমস্ত ছাত্র আন্দোলন কর্মসূচী গ্রহণ করা হয়েছিলো তা প্রত্যাহার করা হয়। দাবি মেনে নেওয়ায় বাংলাদেশ সরকার এবং প্রধানমন্ত্রীকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান আন্দোলনকারীরা। 

[৬] এছাড়া শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানান।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়