শিরোনাম
◈ জাতীয় সংসদের আসন ৬০০ করার সুপারিশ নারী সংস্কার কমিশনের ◈ ১১ ওভারের মধ্যে জিতেও বিদায় ওয়েস্ট ইন্ডিজের, বিশ্বকাপে বাংলাদেশ ◈ অফিস সময়ে সভা করতে সম্মানী নয়: জ্বালানি উপদেষ্টা ◈ হজ ফ্লাইট ২৯ এপ্রিল, বিড়ম্বনা ও দুর্ভোগ ছাড়াই হজে যাবেন যাত্রীরা ◈ নারী সংস্কার কমিশনের প্রতিবেদন ছাপিয়ে বিলি করা হবে: ড. ইউনূস ◈ ৪ বিয়ে করে বিপাকে বৃদ্ধ, থানায় দেখা স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ◈ প্রধানমন্ত্রী নয়, মন্ত্রিপরিষদ শাসিত সরকার চায় এনসিপি: নাহিদ ইসলাম ◈ ইসরাইলিদের আল-আকসা মসজিদ ধ্বংস করার গুঞ্জন, ফিলিস্তিনের সতর্কবার্তা ◈ শেখ মুজিবের ছবি অপসারণের ঘটনায় শিক্ষার্থী বহিষ্কার, ছাত্রদলের প্রতিবাদ ◈ বড় হারে অনিশ্চয়তায় বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্ন 

প্রকাশিত : ২৮ জুলাই, ২০২৪, ১০:৫৭ রাত
আপডেট : ১৭ এপ্রিল, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারায়ণগঞ্জে হত্যা মামলার ২০ বছর পর ১৪ জনের যাবজ্জীবন

মোশতাক আহমেদ, নারায়ণগঞ্জ: [২] হত্যা মামলার ২০ বছর পর ১৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড  ও  ২ আসামিকে খালাস   দিয়েছেন বিজ্ঞ আদালত। এছাড়া ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।  

দণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লক্ষণখোলা এলাকার কলিমউদ্দিনে ছেলে মো. মাহাবুব, আব্দুস সামাদের ছেলে সামসুল হক, আব্দুল হকের ছেলে আব্দুস সালাম, নুরুল হকের ছেলে রানা, ছোবহানের ছেলে সালাউদ্দিন, আব্দুল বাতেনের ছেলে সামু,কফিল উদ্দিনের ছেলে আ. মজিদ, রজব আলীর ছেলে আহাম্মেদ হোসেন, হবি মিয়ার ছেলে কালু, মাইন উদ্দিনের ছেলে বাহার উদ্দিনের নাম জানা গেছে। 

খালাসপ্রাপ্তরা হলেন, লিটন ও আরিফ। রবিবার (২৮ জুলাই) অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতে বিচারক উম্মে সরাবন তহুরা’র আদালত ১০ জন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত ৪ আসামি পলাতক রয়েছেন।

আদালত পুলিশের পরিদর্শক (ইন্সপেক্টর) মো. আবদুর রশিদ এর সত্যতা নিশ্চিত করে জানান, বন্দর থানায় হত্যা মামলায় ‘মামলা নাম্বার বন্দর থানা ২তাং- ১/৭/২০০৪ এর ধারা ৩০২/৩ ‘ ১৬জন আসামির নামে মামলা দায়ের করা হয়।
 
মামলার ২০ বছর পর ১০জনের উপস্থিতিতে মামলার রায় ঘোষণা করে বিজ্ঞ আদালত। এই মামলায় লিটন ও আরিফ নামে ২ আনামিকে খালাস দেয়া হয়েছে ও ৪জন আসামি পলাতক রয়েছে। ইতোমধ্যে আসামিদের কারাগারে প্রেরণ করা হয়েছে। সম্পাদনা: এ আর শাকিল
 
প্রতিনিধি/এআরএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়