শিরোনাম
◈ এবার সেনাদের যুদ্ধের প্রস্তুতি নিতে বললেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ◈ বিদেশে অসুস্থ হয়ে পড়া নারী শ্রমিকরা বেশির ভাগই জরায়ুর সমস্যায় ভুগছেন ◈ ১৯০ বন্দীর বিনিময় করলো রাশিয়া-ইউক্রেন আরব আমিরাতের মধ্যস্থতায় ◈ সাগরে লঘুচাপ সৃষ্টির শঙ্কা, পরবর্তী ২৪ ঘণ্টা আবহাওয়ার পূর্বাভাসে যা জানাগেল ◈ নড়াইলে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার ◈ আ’লীগ নেতাদের কুমিল্লা সীমান্তে বৈঠকের গুঞ্জন ◈ নির্বাচন ব্যবস্থা সংস্কার : সংখ্যানুপাতিক ব্যবস্থা নিয়ে বিতর্ক ◈ নিজ বাসা থেকে কণ্ঠশিল্পী মনি কিশোরের মরদেহ উদ্ধার, পুলিশের ধারণা ৪-৫ দিন আগেই মৃত্যু হয়েছে ◈ লালন মেলায় চুরি হওয়া ১৬ মোবাইলসহ যুবক আটক ◈ বেতন গ্রেড না বাড়ালে টিকা নয়, আল্টিমেটাম স্বাস্থ্যকর্মীদের !

প্রকাশিত : ২৮ জুলাই, ২০২৪, ০৭:৩৭ বিকাল
আপডেট : ০৩ অক্টোবর, ২০২৪, ০৯:২৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নরসিংদী কারাগার থেকে পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেপ্তার

মোশতাক আহমেদ, নারায়ণগঞ্জ: [২] রূপগঞ্জ থেকে নরসিংদী কারাগারের এক পলাতক আসামি আলী আশরাফ (২৮) কে গ্রেপ্তার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। রোববার (২৮ জুলাই) সকালে রূপগঞ্জ উপজেলার মৈকুলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আলী আশরাফ সুনামগঞ্জ সদর থানাধীন আমপাড়া এলাকার ফজলু মিয়ার ছেলে।

[৩] রূপগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জুবায়ের হোসেন জানান, কারাগার থেকে পালিয়ে আশরাফ রূপগঞ্জের মৈকুলী এলাকায় আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সকালে মৈকুলী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে তাকে নরসিংদী জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

[৪] উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলন চলাকালে ১৯ জুলাই হাজার হাজার দুর্বৃত্তরা মিছিল নিয়ে নরসিংদী জেলা কারাগারে হামলা করে। এসময় তারা কারাগারের ভেতরে ঢুকে সেলের তালা ভেঙে ফেলে। এরপর ৯ জঙ্গিসহ মোট ৮২৬ কয়েদী পালিয়ে যায়। এরমধ্যে আলী আশরাফও ছিলেন।

[৫] এদিকে নরসিংদী জেলা প্রশাসন কারাগার থেকে পলায়নকারী সব কারাবন্দিকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করে। এরই পরিপ্রেক্ষিতে আইনজীবীদের মাধ্যমে আত্মসমর্পণ করেন পালিয়ে যাওয়া ৪৮১ জন কয়েদি। এছাড়াও দুই নারীসহ চার জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে। সম্পাদনা: এ আর শাকিল
 
প্রতিনিধি/এআরএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়