মনজুরুল ইসলাম, নাটোর: [২] কোটা আন্দোলনে জড়িত থাকার অভিযোগে আজকের বিজনেস বাংলাদেশ পত্রিকার নাটোর জেলা প্রতিনিধি জুবায়ের হোসেন (২৮) কে আটক করেছে পুলিশ।
[৩] একই সময়ে নাশকতা, পুলিশের ওপরে হামলা ও বিস্ফোরক মামলায় বিএনপি জামায়াতের আরও ৮ নেতাকর্মীকে আটক করা হয়েছে। এ নিয়ে জেলায় দায়ের করা ৮টি মামলায় এ পর্যন্ত ৯২ জনকে আটক করা হয়েছে।
[৪] আটক সাংবাদিক জুবায়েরের স্ত্রী সূবর্ণা খাতুন গতকাল বিকালে জানিয়েছেন, বৃহস্পতিবার এশার নামাজের পর ৩টি মোটরসাইকেলে সাদা পোশাকের পুলিশ পরিচয়ে নাটোর সদর উপজেলার জাঠিয়ান গ্রামের নিজ বাড়ি থেকে তাকে থানায় নিয়ে যায়। পরে শুক্রবার জুমার নামাজের পর শিক্ষার্থীদের কোটা আন্দোলনে জড়িত থাকার অভিযোগে দায়ের করা মামলায় আটক দেখিয়ে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
[৫] ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নাটোর থানার এসআই জামাল হোসেন। সম্পাদনা: এ আর শাকিল
প্রতিনিধি/এআরএস