শিরোনাম
◈ ইউএসএআইডির সকল কর্মীকে ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন! ◈ ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে ঠিকানা খুঁজে পাননি লিটন দাস ও মোস্তাফিজ ◈ লা লিগায় জিরোনাকে হারালো রিয়াল মাদ্রিদ ◈ জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক মার্চে,  ঐকমত্যের ভিত্তিতে জুলাই চার্টার ঘোষণা ◈ বগুড়ার নন্দীগ্রামে পাকা সড়কে কাদায় মাখামাখি, বড় ধরণের দুর্ঘটনার আশঙ্কা ◈ ১৩ মাস পর উৎপাদনে ফিরলো সরিষাবাড়ীর যমুনা সার কারখানা  ◈ আওয়ামী লীগের দোসররা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে: মধ্যরাতে সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা (ভিডিও) ◈ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে মধ্যরাতে ঢাবিতে বিক্ষোভ (ভিডিও) ◈ মধ্যরাতে জরুরি সংবাদ সম্মেলনে আসছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ 'আ. লীগের বিচার না করলে জনগণ আবার আন্দোলনে নামবে' (ভিডিও)

প্রকাশিত : ২৬ জুলাই, ২০২৪, ০৮:২৫ রাত
আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইশ্বরদীতে গ্রেপ্তার আতংকে ঘরছাড়া বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা

রিয়াদ ইসলাম, ঈশ্বরদী: [২] শিক্ষার্থীদের আন্দোলন সংশ্লিষ্ট হয়ে নাশকতার অভিযোগে বিএনপি-জামায়াত নেতাকর্মীর ঘরে ঘরে তল্লাশির পাশাপাশি ধরপাকড় চলছে। তাই পাবনার ঈশ্বরদী উপজেলায় আবারও ঘরছাড়া বিএনপি-জামায়াত নেতাকর্মী। 

[৩] রোববার থেকে শুক্রবার পর্যন্ত ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এতে নেতাকর্মীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকেই রাতে বাসাবাড়িতে থাকছেন না।  

[৪] উপজেলার ৩-৪ জন বিএনপি-জামায়াত নেতারা বলছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সমর্থন ও সংহতি জানালেও এই আন্দোলনে তাদের সংশ্লিষ্টতা নেই। তারপরও শিক্ষার্থীদের আন্দোলন শুরুর পর থেকে বিএনপি-জামায়াত নেতাকর্মীকে একের পর এক গ্রেপ্তার করা হচ্ছে। 

[৫] পৌর বিএনপির সাবেক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, গত রোববার থেকে নেতাকর্মীদের বাসাবাড়িতে তল্লাশি ও গ্রেপ্তার করা হচ্ছে। বিএনপি-জামায়াতের বিভিন্ন পর্যায়ের ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

[৬] পাকশী বিএনপির সাবেক সভাপতি মনিরুজ্জামান টুটুল সরদার বলেন, কোটাবিরোধী আন্দোলনের প্রতি সংহতি জানিয়েছে বিএনপি। কিন্তু কোনোভাবে বিএনপি নেতাকর্মীরা এই আন্দোলনের সঙ্গে জড়িত নয়। মূলত সরকার শিক্ষার্থীদের আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে বিএনপি নেতাকর্মীকে গ্রেপ্তার করছে। 

[৭] ঈশ্বরদী থানার ওসি রফিকুল ইসলাম বলেন, সাধারণ শিক্ষার্থীদের কোটাবিরোধী আন্দোলনে বিএনপি-জামায়াত ও তাদের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা পরিকল্পিতভাবে ঢুকে পড়ে নাশকতার পরিকল্পনা করছে। তাদের শনাক্ত করে গ্রেপ্তার করা হচ্ছে।

প্রতিনিধি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়