শিরোনাম
◈ সাগরে লঘুচাপ সৃষ্টির শঙ্কা, পরবর্তী ২৪ ঘণ্টা আবহাওয়ার পূর্বাভাসে যা জানাগেল ◈ নড়াইলে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার ◈ আ’লীগ নেতাদের কুমিল্লা সীমান্তে বৈঠকের গুঞ্জন ◈ নির্বাচন ব্যবস্থা সংস্কার : সংখ্যানুপাতিক ব্যবস্থা নিয়ে বিতর্ক ◈ নিজ বাসা থেকে কণ্ঠশিল্পী মনি কিশোরের মরদেহ উদ্ধার, পুলিশের ধারণা ৪-৫ দিন আগেই মৃত্যু হয়েছে ◈ লালন মেলায় চুরি হওয়া ১৬ মোবাইলসহ যুবক আটক ◈ বেতন গ্রেড না বাড়ালে টিকা নয়, আল্টিমেটাম স্বাস্থ্যকর্মীদের ! ◈ টাঙ্গাইলে পিঁপড়ার ডিমের কেজি ১৫০০ টাকা ◈ ছাত্রলীগ নেতার সঙ্গে ফোনালাপ ফাঁস, রাবি ছাত্রদলের ২ নেতাকে অব্যাহতি ◈ পোশাকশিল্পে স্বস্তি ফিরছে, নতুন অর্ডার আসছে

প্রকাশিত : ২৫ জুলাই, ২০২৪, ০৪:২৪ দুপুর
আপডেট : ১২ অক্টোবর, ২০২৪, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নরসিংদী কারাগার থেকে পলাতক জঙ্গি নারায়ণগঞ্জে গ্রেপ্তার

মোশতাক আহমেদ, নারায়ণগঞ্জ: [২] নরসিংদী জেলা কারাগার থেকে পলাতক আনসার আল ইসলাম এর সক্রিয় জঙ্গি সদস্য মো. ফারুক আহমেদকে (৪৩) নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গ্রেপ্তারকৃত ফারুক আহমেদ নরসিংদীর মাধবদীর নুরালাপুরের মৃত রফিকুল ইসলামের ছেলে।

[৩] বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুরে র‍্যাব-১১ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্ণেল তানভীর মাহমুদ পাশা জানান তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম পক্রিয়াধীন রয়েছে। এর আগে বুধবার (২৪ জুলাই) সোনারগাঁয়ের প্রেমের বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

[৪] র‍্যাব জানায়, শিক্ষার্থীদের কোটা পদ্ধতি সংস্কার আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই হাজার হাজার মানুষ মিছিল নিয়ে নরসিংদী জেলা কারাগারে হামলা-অগ্নিসংযোগ করে ভিতরে ঢুকে সেলের তালা ভেঙে ফেলে, যার ফলশ্রুতিতে ৯ জঙ্গিসহ মোট ৮২৬ কয়েদী পালিয়ে যায়। 

[৫] এসময় অস্ত্র, গোলাবারুদ ও খাদ্যপণ্য লুট এবং ব্যাপক ভাংচুর করে হামলাকারীরা। প্রাথমিকভাবে কারা-কর্তৃপক্ষ ও রক্ষীরা দুষ্কৃতিকারীদের প্রতিহত করার চেষ্টা করলেও অবস্থা বেগতিক দেখে পিছু হটতে বাধ্য হয়।

[৬] র‍্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃত ফারুক নুরালাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি হিসেবে ২০১৩ সালে নিয়োগ প্রাপ্ত হয় এবং উক্ত পদে চাকুরীরত থাকা অবস্থায় জঙ্গীবাদ এর সঙ্গে লিপ্ত থাকার অপরাধে র‍্যাব-৯ সিলেট তাকে ২০২২ সালের ২৪ মার্চ গ্রেপ্তার করে সন্ত্রাস বিরোধী আইনে থানায় একটি এজাহার দায়ের করেন।

[৭] পরে বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করে নরসিংদী জেলা কারাগারে প্রেরণ করে। গত ২৮ মাস যাবৎ ফারক নরসিংদী জেলা কারাগারের ৪নং সেলে থাকতো এবং তার সঙ্গে আনসারুল্লাহ বাংলা টিমের আরও তিনজন জঙ্গি সদস্য হিজবুল্লাহ, আব্দুল আলীম এবং মইনুদ্দিন একই সেলে থাকতো। 

[৮] র‍্যাব আরও জানায়, নরসিংদী জেলা কারাগারে বিকেল ৪টা থেকে ৫ টা পর্যন্ত প্রতিদিনের ন্যায় এক ঘন্টা কয়েদীদের কারাগারের ভিতরে চিত্তবিনোদনের জন্য সময় দেয়া হয়। গত ১৯ জুলাই গ্রেপ্তারকৃত আসামিসহ সকলে নিজ নিজ সেল থেকে বের হয়ে কারাগারের অভ্যন্তরে হাটাচলা করছিল। 

[৯] আনুমানিক সাড়ে ৪ টায় কারাগারের সামনে হাজারো জনতা উপস্থিত হয়। এসময় উত্তেজিত জনতা কারারগারে লক্ষ্য করে প্রথমে ইট-পাটকেল এবং পরবর্তীতে পেট্রোল বোমা নিক্ষেপ করে। হামলাকারীদের প্রায় সবার হাতে লাঠিসোটা, দেশীয় অস্ত্রশস্ত্র ও আগ্নেয়াস্ত্র ছিল। 

[১০] প্রাথমিকভাবে কারারক্ষীরা তাদের নিবৃত্ত করার চেষ্টা করে। বেশ কিছুক্ষণ ধরে তাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। কিন্তু একপর্যায়ে কারারক্ষীরা পিছু হটে। তখন হামলাকারীরা কারাগারের দুই দিকের ফটক অনেকটা ভেঙ্গে ভিতরে ঢুকে পড়ে এবং অগ্নিসংযোগ করে। 

[১১] এসময় হামলায় চার কারারক্ষী গুরুতর আহত হয়। পরবর্তীতে কারারক্ষীরা নিরুপায় হয়ে জেলখানার ভিতরে ঢুকে নিজেদের রক্ষা করে। হামলাকারীরা মূল কারাগারের ভিতরে ঢুকে সেলগুলো শাবল ও লোহার জিনিসপত্র দিয়ে ভেঙ্গে কয়েদীদের পালিয়ে যেতে সাহায্য করে। কিছু কারারক্ষীর কাছ থেকে চাবি নিয়েও সেলে তালা খোলা হয়। 

[১২] কারারক্ষীরা পিছু হটার পর অস্ত্র ভান্ডার ভেঙ্গে মোট ৮৫টি অস্ত্র এবং আনুমানিক ৮ হাজার গুলি লুট করে হামলাকারীরা। কারাগারে ব্যাপক ধ্বংসযজ্ঞ এবং তান্ডব চলাকালীন সময়ে সুযোগ বুঝে গ্রেফতারকৃত আসামী আনসার আল ইসলাম এর জঙ্গি সদস্য মোঃ ফারুক আহমেদ (৪৩) এবং তার সঙ্গে থাকা হিজবুল্লাহ কারাগার হতে একই সাথে পালিয়ে যায়। 

[১৩] পরবর্তীতে গ্রেপ্তারকৃত আসামি ফারুক গত ২০ জুলাই তার বোনের বাসা ঢাকায় দুদিন এরপর গত জুলাই সোনারগাঁয়ের প্রেমের বাজার এলাকায় তার এক আত্মীয়ের বাসায় আত্মগোপন করে। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়