শিরোনাম
◈ ইউএসএআইডির সকল কর্মীকে ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন! ◈ ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে ঠিকানা খুঁজে পাননি লিটন দাস ও মোস্তাফিজ ◈ লা লিগায় জিরোনাকে হারালো রিয়াল মাদ্রিদ ◈ জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক মার্চে,  ঐকমত্যের ভিত্তিতে জুলাই চার্টার ঘোষণা ◈ বগুড়ার নন্দীগ্রামে পাকা সড়কে কাদায় মাখামাখি, বড় ধরণের দুর্ঘটনার আশঙ্কা ◈ ১৩ মাস পর উৎপাদনে ফিরলো সরিষাবাড়ীর যমুনা সার কারখানা  ◈ আওয়ামী লীগের দোসররা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে: মধ্যরাতে সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা (ভিডিও) ◈ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে মধ্যরাতে ঢাবিতে বিক্ষোভ (ভিডিও) ◈ মধ্যরাতে জরুরি সংবাদ সম্মেলনে আসছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ 'আ. লীগের বিচার না করলে জনগণ আবার আন্দোলনে নামবে' (ভিডিও)

প্রকাশিত : ২৪ জুলাই, ২০২৪, ০৬:২৯ বিকাল
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জে চুরি ও মাদক মামলায় আটক-গ্রেপ্তার ৮

মোঃ আসাদুল্লাহ, চাঁপাইনবাবগঞ্জ: [২] চুরির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। বুধবার তাদের গ্রেপ্তার করা হয়। সেই সঙ্গে চুরি হওয়া ব্যাটারি চালিত একটি অটোভ্যান উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন-মনোয়ার হোসেন, আরিফুল ইসলাম আরিফ ও লিটন ওরফে ভুট্টু।

[৩] চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদি হাসান জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে মনোয়ার হোসেনের নামে ৪টি চুরি ডাকাতির মামলা রয়েছে। এছাড়া আরিফের নামেও একাধিক মামলা রয়েছে। ওসি জানান, তারা গোমস্তাপুর থেকে অটোভ্যানটি চুরি করেছিল।

[৪] অপরদিকে, চাঁপাইনবাবগঞ্জে মাদক সেবনের দায়ে পাঁচজনকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। বুধবার (২৪ জুলাই) চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছা. তাছমিনা খাতুন এই দণ্ড প্রদান করেন।  

[৫] মোবাইল কোর্টে উপস্থিত থাকা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক ইলিয়াস হোসেন তালুকদার এই তথ্য নিশ্চিত করে বলেছেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের মৃধাপাড়া, মাঝপাড়া ও পিটি আই বস্তি এলাকায় সদর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছা. তাছমিনা খাতুনের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় পাঁচজনকে মাদক সেবনের অপরাধে একবছর করে কারাদণ্ড দেয়া হয়। 

[৬] এছাড়া নিয়ামত আলী (৫১) নামের একজনকে ২০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বালুবাগান মহল্লার (বর্তমান ঠিকানা) মাঝপাড়া) মৃত হোসেন আলীর ছেলে। তাকে তার মাঝপাড়ার বাসার সামনে থেকে গ্রেপ্তার করা হয়। তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়