শিরোনাম
◈ এবার সেনাদের যুদ্ধের প্রস্তুতি নিতে বললেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ◈ বিদেশে অসুস্থ হয়ে পড়া নারী শ্রমিকরা বেশির ভাগই জরায়ুর সমস্যায় ভুগছেন ◈ ১৯০ বন্দীর বিনিময় করলো রাশিয়া-ইউক্রেন আরব আমিরাতের মধ্যস্থতায় ◈ সাগরে লঘুচাপ সৃষ্টির শঙ্কা, পরবর্তী ২৪ ঘণ্টা আবহাওয়ার পূর্বাভাসে যা জানাগেল ◈ নড়াইলে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার ◈ আ’লীগ নেতাদের কুমিল্লা সীমান্তে বৈঠকের গুঞ্জন ◈ নির্বাচন ব্যবস্থা সংস্কার : সংখ্যানুপাতিক ব্যবস্থা নিয়ে বিতর্ক ◈ নিজ বাসা থেকে কণ্ঠশিল্পী মনি কিশোরের মরদেহ উদ্ধার, পুলিশের ধারণা ৪-৫ দিন আগেই মৃত্যু হয়েছে ◈ লালন মেলায় চুরি হওয়া ১৬ মোবাইলসহ যুবক আটক ◈ বেতন গ্রেড না বাড়ালে টিকা নয়, আল্টিমেটাম স্বাস্থ্যকর্মীদের !

প্রকাশিত : ২৪ জুলাই, ২০২৪, ০৫:৫২ বিকাল
আপডেট : ০৬ অক্টোবর, ২০২৪, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে যান চলাচল স্বাভাবিক হচ্ছে: কর্মে ফিরেছেন মানুষ

আবু নাসের, সালথা (ফরিদপুর): [২] মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল করেন জেলা প্রশাসন। এরপর থেকে দুদিন ধরে ফরিদপুর জেলা ও উপজেলা সদরে স্বাভাবিকভাবে যান চলাচল শুরু হয়। খোলা হয় দোকানপাট। সাধারণ মানুষের মাঝে ফিরে আসে স্বস্তি। মঙ্গলবার ও বুধবার জেলার বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা যায়।

[৩] দেখা গেছে, শহরে নিম্ন আয়ের মানুষগুলো তাদের নিজ নিজ কর্মে ফিরে যায়। রিকশা, ভ্যান, টেম্পু, মাহিন্দ্র ও বাস চলাচল করে যাত্রী নিয়ে। কারফিউ শিথিল করার জন্য সব ধরনের দোকানপাট ছিলো খোলা, সারাদিন কাজ করে চাল-ডাল, তরকারী কিনে নিয়ে স্বাচ্ছন্দে ঘরে ফিরে নিম্ন আয়ের মানুষ। পাশাপাশি সব স্থানে ছিলো জাঁকজমকপূর্ণ চলাচল। 

[৪] আবেদ আলি নামে এক ভ্যান চালক বলেন, ৬দিন পর কাজে বের হয়ে কিছু ইনকাম করে সংসারের প্রয়োজনীয় কিছু জিনিস কিনে ঘরে ফিরছি।  আমরা যারা খেটে খাওয়া মানুষ, আমাদের দৈনিক কাজ না করলে সংসার চলে না। আমরা চাই শান্তি।

[৫] মুন্নু শেখ নামে এক কৃষক বলেন, গত এক সপ্তাহ হাট-বাজার বন্ধ থাকায় বাজারে পন্য বিক্রি করতে পারিনি। এক সপ্তাহ পর বাজারে পাট বিক্রি করে তরকারীসহ প্রয়োজনীয় পন্য কিনে আনলাম। আমরা কৃষকরা খুব চিন্তায় ছিলাম। 

[৬] সালথা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিছুর রহমান বালী বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়