শিরোনাম
◈ ইউএসএআইডির সকল কর্মীকে ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন! ◈ ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে ঠিকানা খুঁজে পাননি লিটন দাস ও মোস্তাফিজ ◈ লা লিগায় জিরোনাকে হারালো রিয়াল মাদ্রিদ ◈ জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক মার্চে,  ঐকমত্যের ভিত্তিতে জুলাই চার্টার ঘোষণা ◈ বগুড়ার নন্দীগ্রামে পাকা সড়কে কাদায় মাখামাখি, বড় ধরণের দুর্ঘটনার আশঙ্কা ◈ ১৩ মাস পর উৎপাদনে ফিরলো সরিষাবাড়ীর যমুনা সার কারখানা  ◈ আওয়ামী লীগের দোসররা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে: মধ্যরাতে সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা (ভিডিও) ◈ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে মধ্যরাতে ঢাবিতে বিক্ষোভ (ভিডিও) ◈ মধ্যরাতে জরুরি সংবাদ সম্মেলনে আসছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ 'আ. লীগের বিচার না করলে জনগণ আবার আন্দোলনে নামবে' (ভিডিও)

প্রকাশিত : ২৩ জুলাই, ২০২৪, ০২:৩১ রাত
আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বান্দরবান থমথমে, বেড়াতে গিয়ে ২ শতাধিক পর্যটক আটকা

সারা দেশের মতো বান্দরবানেও তৃতীয় দিনের মতো চলছে কারফিউ। এ কারণে জেলায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তিনদিন ধরে সড়কে সম্পূর্ণ যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এই জরুরি অবস্থায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন জেলায় বেড়াতে আসা ২ শতাধিক পর্যটক। সূত্র : সময়টিভি

সোমবার (২২ জুলাই) সকাল পর্যন্ত পরিবার-পরিজন নিয়ে তাদের হোটেলে অবস্থান করতে দেখা গেছে। দোকানপাট ও রেস্তোরাঁ বন্ধ থাকায় খাওয়া-দাওয়া নিয়েও চরম বিপাকে পড়েছেন ভ্রমণপিপাসুরা।

জানা যায়, জেলা শহরে সড়কের মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। প্রতিটি পাড়া, মহল্লা ও গ্রামের দোকানপাট বন্ধ রয়েছে। এ কারণে নিত্যপ্রয়োজনীয় জরুরি জিনিসপত্র কিনতে মানুষকে হিমশিম খেতে হচ্ছে। এদিকে দুপুর ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়। এ সময়ের মধ্যে সবাই বাজারে গিয়ে তাদের প্রয়োজনীয় জিনিস কিনেছেন।

পর্যটকরা জানান, গত ১৬ জুলাই বান্দরবানে বেড়াতে আসা ২ শতাধিক পর্যটক আটকা পড়েছেন। তারা পরিবার নিয়ে হোটেলে অবস্থান করছেন। যতটা অর্থ নিয়ে এসেছিলেন, অনেক পর্যটকের তা শেষ হয়ে গেছে। ইন্টারনেট বন্ধ থাকায় তারা বাড়ি থেকে টাকাও আনতে পারছেন না। এতে চরম ভোগান্তিতে পড়েছেন তারা। এমন অবস্থায় নিজ নিজ বাড়িতে ফিরতে চাইছেন পর্যটকরা। এ ব্যাপারে প্রশাসনের সহায়তা চেয়েছেন তারা।
 
এদিকে, ইন্টারনেট সংযোগ না থাকায় জেলায় অনেকের বাড়িঘরের বৈদ্যুতিক মিটার বন্ধ হয়ে গেছে। এতে বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে। কারণ তারা বিকাশের মাধ্যমে টাকা রিচার্জ করতে পারছেন না।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়