শিরোনাম
◈ কা‌র্ডিফ সি‌টির বিরু‌দ্ধে হামজা চৌধুরীর শেফিল্ডের দুর্দান্ত জয় ◈ পা‌কিস্তান ক্রিকেট লি‌গে  সর্বোচ্চ উইকেটের ইতিহাস গড়লেন হাসান আলি ◈ আমরা একমতের জায়গাগুলো চিহ্নিত করতে পেরেছি, সেগুলো নিয়ে অগ্রসর হব: এনসিপির সঙ্গে বৈঠকে আলী রীয়াজ ◈ ‘আ.লীগের মিছিলের বিরুদ্ধে নিষ্ক্রিয়তা পেলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা’ (ভিডিও) ◈ ‘রাইজ ইন রেড’ কর্মসূচি নিয়ে আবারও রাস্তায় পলিটেকনিক শিক্ষার্থীরা ◈ ‘করোনাভাইরাস চীনের ল্যাবে তৈরি’ বলছে হোয়াইট হাউসের নতুন ওয়েবসাইট  ◈ বাংলাদেশ থেকে চলতি বছর হজে যাবেন ৮৭ হাজার জন, নেওয়া হচ্ছে যেসব ব্যবস্থা ◈ একটি দলকে সরিয়ে আরেকটি দলকে বসাতে গণ-অভ্যুত্থান হয়নি: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ দেশের ৯ অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝোড়ো বৃষ্টি হতে পারে ◈ ঢাকা বায়ুদূষণের শীর্ষে, যেসব পরামর্শ বিশেষজ্ঞদের

প্রকাশিত : ২৩ জুলাই, ২০২৪, ০২:৩১ রাত
আপডেট : ০৯ মার্চ, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বান্দরবান থমথমে, বেড়াতে গিয়ে ২ শতাধিক পর্যটক আটকা

সারা দেশের মতো বান্দরবানেও তৃতীয় দিনের মতো চলছে কারফিউ। এ কারণে জেলায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তিনদিন ধরে সড়কে সম্পূর্ণ যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এই জরুরি অবস্থায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন জেলায় বেড়াতে আসা ২ শতাধিক পর্যটক। সূত্র : সময়টিভি

সোমবার (২২ জুলাই) সকাল পর্যন্ত পরিবার-পরিজন নিয়ে তাদের হোটেলে অবস্থান করতে দেখা গেছে। দোকানপাট ও রেস্তোরাঁ বন্ধ থাকায় খাওয়া-দাওয়া নিয়েও চরম বিপাকে পড়েছেন ভ্রমণপিপাসুরা।

জানা যায়, জেলা শহরে সড়কের মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। প্রতিটি পাড়া, মহল্লা ও গ্রামের দোকানপাট বন্ধ রয়েছে। এ কারণে নিত্যপ্রয়োজনীয় জরুরি জিনিসপত্র কিনতে মানুষকে হিমশিম খেতে হচ্ছে। এদিকে দুপুর ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়। এ সময়ের মধ্যে সবাই বাজারে গিয়ে তাদের প্রয়োজনীয় জিনিস কিনেছেন।

পর্যটকরা জানান, গত ১৬ জুলাই বান্দরবানে বেড়াতে আসা ২ শতাধিক পর্যটক আটকা পড়েছেন। তারা পরিবার নিয়ে হোটেলে অবস্থান করছেন। যতটা অর্থ নিয়ে এসেছিলেন, অনেক পর্যটকের তা শেষ হয়ে গেছে। ইন্টারনেট বন্ধ থাকায় তারা বাড়ি থেকে টাকাও আনতে পারছেন না। এতে চরম ভোগান্তিতে পড়েছেন তারা। এমন অবস্থায় নিজ নিজ বাড়িতে ফিরতে চাইছেন পর্যটকরা। এ ব্যাপারে প্রশাসনের সহায়তা চেয়েছেন তারা।
 
এদিকে, ইন্টারনেট সংযোগ না থাকায় জেলায় অনেকের বাড়িঘরের বৈদ্যুতিক মিটার বন্ধ হয়ে গেছে। এতে বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে। কারণ তারা বিকাশের মাধ্যমে টাকা রিচার্জ করতে পারছেন না।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়