শিরোনাম
◈ নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে প্রধান উপদেষ্টার তাগিদ ◈ জাতীয় সংসদের আসন ৬০০ করার সুপারিশ নারী সংস্কার কমিশনের ◈ ১১ ওভারের মধ্যে জিতেও বিদায় ওয়েস্ট ইন্ডিজের, বিশ্বকাপে বাংলাদেশ ◈ অফিস সময়ে সভা করতে সম্মানী নয়: জ্বালানি উপদেষ্টা ◈ হজ ফ্লাইট ২৯ এপ্রিল, বিড়ম্বনা ও দুর্ভোগ ছাড়াই হজে যাবেন যাত্রীরা ◈ নারী সংস্কার কমিশনের প্রতিবেদন ছাপিয়ে বিলি করা হবে: ড. ইউনূস ◈ ৪ বিয়ে করে বিপাকে বৃদ্ধ, থানায় দেখা স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ◈ প্রধানমন্ত্রী নয়, মন্ত্রিপরিষদ শাসিত সরকার চায় এনসিপি: নাহিদ ইসলাম ◈ ইসরাইলিদের আল-আকসা মসজিদ ধ্বংস করার গুঞ্জন, ফিলিস্তিনের সতর্কবার্তা ◈ শেখ মুজিবের ছবি অপসারণের ঘটনায় শিক্ষার্থী বহিষ্কার, ছাত্রদলের প্রতিবাদ

প্রকাশিত : ১৮ জুলাই, ২০২৪, ০৭:০৫ বিকাল
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন

শাহাজাদা এমরান, কুমিল্লা: [২] কুমিল্লার কালিয়াজুরীর জাবেদ হত্যা মমলায় একজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আরও চারজনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।  

[৩] বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক রোজিনা খান এ রায় দেন। 

[৪] রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) মো. সেলিম মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

[৫] মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মো. মাইনুদ্দিন নগরীর কালিয়াজুরী মধ্যপাড়া এলাকার মৃত মুর্শিদ মিয়ার ছেলে। 

[৬] যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্তরা হলেন, কালিয়াজুরী শীলবাড়ীর হরিপদ দত্তের ছেলে রতন দত্ত, মৃত নান্নু মিয়া জমিদারের ছেলে মো. আশিক ও মো. বনি মিয়ার ছেলে আব্দুল হান্নান এবং একই উপজেলার লক্ষ্মীপুর গ্রামের মো. সেলিম মিয়ার ছেলে আল-আমিন।

[৭] আদালত সূত্রে জানায়, পূর্ব শত্রুতার জেরে ২০১২ সালের ২৭ জানুয়ারি সকাল সাড়ে ৯টায় আসামিরা কালিয়াজুরী মাজারের পূর্ব পাড়ার বাসা থেকে মোবাইলে কোড়েরপাড় ডেকে নিয়ে যান জাবেদ মিয়াকে। এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর আহত অবস্থায় রাস্তায় ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কতব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

[৮] এঘটনায় নিহতের বাবা মো. জাহাঙ্গীর আলম বাদী হয়ে মো. মাইনুদ্দিন (২৫), আল আমিন (২৬), আশিক (৩০), রতন (২৬) ও হান্নান (২৭) এর নাম উল্লেখ করে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় হত্যা মামলা করেন। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মো. হারুনুর রশিদ ঘটনার মূল রহস্য উদঘাটন করে আসামিদের বিরুদ্ধে চার্জশিট দেন। পরে সাত সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় দেন।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়