শিরোনাম
◈ নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে প্রধান উপদেষ্টার তাগিদ ◈ জাতীয় সংসদের আসন ৬০০ করার সুপারিশ নারী সংস্কার কমিশনের ◈ ১১ ওভারের মধ্যে জিতেও বিদায় ওয়েস্ট ইন্ডিজের, বিশ্বকাপে বাংলাদেশ ◈ অফিস সময়ে সভা করতে সম্মানী নয়: জ্বালানি উপদেষ্টা ◈ হজ ফ্লাইট ২৯ এপ্রিল, বিড়ম্বনা ও দুর্ভোগ ছাড়াই হজে যাবেন যাত্রীরা ◈ নারী সংস্কার কমিশনের প্রতিবেদন ছাপিয়ে বিলি করা হবে: ড. ইউনূস ◈ ৪ বিয়ে করে বিপাকে বৃদ্ধ, থানায় দেখা স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ◈ প্রধানমন্ত্রী নয়, মন্ত্রিপরিষদ শাসিত সরকার চায় এনসিপি: নাহিদ ইসলাম ◈ ইসরাইলিদের আল-আকসা মসজিদ ধ্বংস করার গুঞ্জন, ফিলিস্তিনের সতর্কবার্তা ◈ শেখ মুজিবের ছবি অপসারণের ঘটনায় শিক্ষার্থী বহিষ্কার, ছাত্রদলের প্রতিবাদ

প্রকাশিত : ১৮ জুলাই, ২০২৪, ০৫:২৮ বিকাল
আপডেট : ১৪ মার্চ, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাটোরে আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষ, পুলিশ সুপার’সহ আহত ১৫

মনজুরুল ইসলাম, নাটোর: [২] নাটোরের কানাইখালি ও মাদ্রাসা মোড় এলাকায় সামনে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে বিরোধী ও পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। 

[৩] বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত এই ঘটনা ঘটে। এতে পুলিশ সুপার ও ছয়জন পুলিশ সদস্যসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। 

[৪] এর মধ্যে কোটা সংস্কার আন্দোলনকারী রাহি নামে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

[৫] পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে। পরে তারা শহরের কানাইখালি এলাকায় কেন্দ্রীয় মসজিদ মার্কেটের সামনে বিক্ষোভ সমাবেশ করতে থাকে। এসময় ছাত্রলীগের নেতাকর্মীরাও পাশে অবস্থান নেয়। একপর্যায়ে পুলিশের বাঁধা অতিক্রম করে ছাত্রলীগ ও শিক্ষার্থীরা উভয়পক্ষের উপর ইট পাটকেল নিক্ষেপ শুরু করে। 

[৬] এসময় গুলিবিদ্ধ হয় রাহি নামে এক শিক্ষার্থী। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। পরে শহরের মাদ্রাসা মোড় এলাকায় আন্দোলন করার সময় পুলিশ ও শিক্ষার্থীরা সংঘর্ষে জড়ায়। এসময় পুলিশ সুপার তারিকুল ইসলামসহ ছয় পুলিশ সদস্য ইটের আঘাতে আহত হন। প্রায় ঘন্টাব্যাপী দফায় দফায় সংঘর্ষের পর পরিস্থিতি স্বাভাবিক হয়। পুলিশ তিন আন্দোলনকারীকে তাদের হেফাজতে নিয়েছে। 

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়