শিরোনাম
◈ কা‌র্ডিফ সি‌টির বিরু‌দ্ধে হামজা চৌধুরীর শেফিল্ডের দুর্দান্ত জয় ◈ পা‌কিস্তান ক্রিকেট লি‌গে  সর্বোচ্চ উইকেটের ইতিহাস গড়লেন হাসান আলি ◈ আমরা একমতের জায়গাগুলো চিহ্নিত করতে পেরেছি, সেগুলো নিয়ে অগ্রসর হব: এনসিপির সঙ্গে বৈঠকে আলী রীয়াজ ◈ ‘আ.লীগের মিছিলের বিরুদ্ধে নিষ্ক্রিয়তা পেলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা’ (ভিডিও) ◈ ‘রাইজ ইন রেড’ কর্মসূচি নিয়ে আবারও রাস্তায় পলিটেকনিক শিক্ষার্থীরা ◈ ‘করোনাভাইরাস চীনের ল্যাবে তৈরি’ বলছে হোয়াইট হাউসের নতুন ওয়েবসাইট  ◈ বাংলাদেশ থেকে চলতি বছর হজে যাবেন ৮৭ হাজার জন, নেওয়া হচ্ছে যেসব ব্যবস্থা ◈ একটি দলকে সরিয়ে আরেকটি দলকে বসাতে গণ-অভ্যুত্থান হয়নি: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ দেশের ৯ অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝোড়ো বৃষ্টি হতে পারে ◈ ঢাকা বায়ুদূষণের শীর্ষে, যেসব পরামর্শ বিশেষজ্ঞদের

প্রকাশিত : ১৮ জুলাই, ২০২৪, ০৫:১২ বিকাল
আপডেট : ১৯ এপ্রিল, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডোমারে চোরাই অটোগাড়ী উদ্ধার, গ্রেপ্তার ৩ 

রতন কুমার, ডোমার (নীলফামারী): [২] ব্যাটারি চালিত চোরাই অটোগাড়ী বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় নীলফামারীর ডোমার মহাসড়কে অটোসহ তিনজন চোরকে আটক করেছে রাত্রীকালীন টহলরত পুলিশ। 

[৩] আকটকৃতরা হলেন, রংপুর জেলার মাহিগঞ্জ থানার আমতলা টেকস দিঘীরপাড় এলাকার মৃত খাজিমুদ্দীন সরকারের ছেলে খাদেমুল ইসলাম(৩৪), পঞ্চপড় জেলা বোদা থানার উটকুড়া কাজলদিঘী এলাকার জহির উদ্দিনের ছেলে জাহাঙ্গীর আলম (২২) ও পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ এলাকার আমিনুল ইসলামের ছেলে শামিম ইসলাম (২০)।

[৪] বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুরে আকটকৃত চোরদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। 

[৫] থানা সূত্রে যানা যায়, বৃহস্পতিবার রাত্রীকালীন ডিটটিরত পুলিশ কর্মকর্তা এসআই কাওছার আলী, এএসআই ফজলে রাব্বী সঙ্গীয় ফোর্সসহ ডোমার ম্যাক্স পেট্রোল পাম্পের সামনে সন্দেহজনক ডোমার হতে নীলফামারীগামী একটি অটো চার্জার গাড়ী আটক করেন।অটো চালক ও দুইজন অটোযাত্রীকে জিজ্ঞাসাবাদে তাদের কথাবার্তা অসলগ্ন হওয়ার কারনে পুলিশের ব্যাপক জিজ্ঞেসাবাদে তারা অটোটি চোরাই বলে পুলিশকে জানায়। 

[৬] তারা আরো জানায়, গত ১৪ জুলাই পঞ্চগড় জেলার তেঁতুলিয়া থানার বাইপাস নামক স্থান হতে ব্যাটারি চালিত অটোটি চুরি করেন। বিক্রির উদ্দেশ্যে অটোটি নীলফামারীতে নিয়ে যাচ্ছেন তারা। 

[৭] ডোমার থানা অফিসার ইনচার্জ ওসি মো:মহসীন আলী অটো উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত চোরদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়