শিরোনাম
◈ নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে প্রধান উপদেষ্টার তাগিদ ◈ জাতীয় সংসদের আসন ৬০০ করার সুপারিশ নারী সংস্কার কমিশনের ◈ ১১ ওভারের মধ্যে জিতেও বিদায় ওয়েস্ট ইন্ডিজের, বিশ্বকাপে বাংলাদেশ ◈ অফিস সময়ে সভা করতে সম্মানী নয়: জ্বালানি উপদেষ্টা ◈ হজ ফ্লাইট ২৯ এপ্রিল, বিড়ম্বনা ও দুর্ভোগ ছাড়াই হজে যাবেন যাত্রীরা ◈ নারী সংস্কার কমিশনের প্রতিবেদন ছাপিয়ে বিলি করা হবে: ড. ইউনূস ◈ ৪ বিয়ে করে বিপাকে বৃদ্ধ, থানায় দেখা স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ◈ প্রধানমন্ত্রী নয়, মন্ত্রিপরিষদ শাসিত সরকার চায় এনসিপি: নাহিদ ইসলাম ◈ ইসরাইলিদের আল-আকসা মসজিদ ধ্বংস করার গুঞ্জন, ফিলিস্তিনের সতর্কবার্তা ◈ শেখ মুজিবের ছবি অপসারণের ঘটনায় শিক্ষার্থী বহিষ্কার, ছাত্রদলের প্রতিবাদ

প্রকাশিত : ১৬ জুলাই, ২০২৪, ১১:২২ রাত
আপডেট : ১৭ এপ্রিল, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিলেটে বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির শিখন সভা এবং প্রকল্প সমাপনী অনুষ্ঠান

সুবর্ণা হামিদ: [২] পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্পের সিলেট বিভাগীয় পর্যায়ে বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি  সিলেটে অনুশীলনসমূহের শিখন সভা এবং সিলেট বিভাগের প্রকল্প সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মঙ্গলবার ১৬ জুলাই ২০২৪ তারিখে সিলেটের একটি হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষ এবং প্রধান স্টেকহোল্ডাররা উপস্থিত ছিলেন। মোট ৭১ জন অংশগ্রহণকারী ইভেন্টে প্রধান অতিথি ছিলেন।

[৩] জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শেখ রাসেল হাসান। বিশেষ অতিথি সিলেটের সিভিল সার্জন ডা. মানেসার চৌধুরী।

[৪] অন্যান্য সম্মানিত অতিথিদের মধ্যে ছিলেন সিলেট জেলা তথ্য অফিসের উপপরিচালক মো. সালাহ উদ্দিন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. রফিকুল ইসলাম। মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক শাহিনা আক্তার। সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর সানি আকন। জেলা ক্রীড়া কর্মকর্তা মো. নুর হোসেন এবং সহকারী জেলা শিক্ষা কর্মকর্তা মো. আকম হোসেন তারা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবিকা উন্নয়নে বিভিন্ন উপায়ে (যেমন দক্ষতা উন্নয়ন, সক্ষমতা বৃদ্ধি, ইত্যাদি) প্রসারিত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর হিজড়া, দলিত, ক্ষুদ্র-নৃগোষ্ঠীর প্রতিনিধি ও ভিন্নভাবে সক্ষম ব্যক্তিগণ তাদের সফলতার গল্প, কার্যক্রম এবং চাহিদা তুলে ধরেন। সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো. আবদুর রফিক সভাপতিত্বে সভাটিতে শুভেচ্ছা বক্তব্য রাখেন ও মূল প্রবন্ধ উপস্থাপনা করেন যস্তু সোশ্যালয় ওয়েলফেয়ার সোসাইটির কেন্দ্রীয় সমন্বয়কারী মো. আল আমিন হোসেন এবং সঞ্চালনা করেন সাখাওয়াত হোসেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়