শিরোনাম
◈ কা‌র্ডিফ সি‌টির বিরু‌দ্ধে হামজা চৌধুরীর শেফিল্ডের দুর্দান্ত জয় ◈ পা‌কিস্তান ক্রিকেট লি‌গে  সর্বোচ্চ উইকেটের ইতিহাস গড়লেন হাসান আলি ◈ আমরা একমতের জায়গাগুলো চিহ্নিত করতে পেরেছি, সেগুলো নিয়ে অগ্রসর হব: এনসিপির সঙ্গে বৈঠকে আলী রীয়াজ ◈ ‘আ.লীগের মিছিলের বিরুদ্ধে নিষ্ক্রিয়তা পেলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা’ (ভিডিও) ◈ ‘রাইজ ইন রেড’ কর্মসূচি নিয়ে আবারও রাস্তায় পলিটেকনিক শিক্ষার্থীরা ◈ ‘করোনাভাইরাস চীনের ল্যাবে তৈরি’ বলছে হোয়াইট হাউসের নতুন ওয়েবসাইট  ◈ বাংলাদেশ থেকে চলতি বছর হজে যাবেন ৮৭ হাজার জন, নেওয়া হচ্ছে যেসব ব্যবস্থা ◈ একটি দলকে সরিয়ে আরেকটি দলকে বসাতে গণ-অভ্যুত্থান হয়নি: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ দেশের ৯ অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝোড়ো বৃষ্টি হতে পারে ◈ ঢাকা বায়ুদূষণের শীর্ষে, যেসব পরামর্শ বিশেষজ্ঞদের

প্রকাশিত : ১৬ জুলাই, ২০২৪, ১০:৪৯ রাত
আপডেট : ১৬ এপ্রিল, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বান্দরবান মৌজা হেডম্যানের ছেলে অপহরণ

বাবুল খান, বান্দরবান: [২] বান্দরবান সদর উপজেলার সুয়ালক এলাকা থেকে ইকোভেলী রিসোর্ট-রেস্টুরেন্টের ব্যবসায়ী মংটিং মারমা (৩৮) নামে এক যুবক কে অপহরণ করার খবর পাওয়া গেছে। অপহৃত মংটিং মারমা সুয়ালক মৌজার হেডম্যান মংথোয়াই চিং চৌধুরীর ছেলে। 

[৩] মঙ্গলবার (১৬ জুলাই) রাত সাড়ে ৭টার সময় সুয়ালক ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ড গনেশ পাড়া এ ঘটনা ঘটে। 

[৪] সুয়ালক ইউনিয়নের চেয়ারম্যান উক্যনু মারমা জানান, সুয়ালক গণেশ পাড়ায় অপহৃত মংটিং মারমা নিজস্ব জায়গায় ইকো ভ্যালী রিসোর্ট নামে ব্যাবসায়িক উদ্দেশ্যে একটি রেস্টুরেন্টে তৈরীর কাজ করছেন। আজ (মঙ্গলবার) সন্ধ্যা সাড়ে ৭টার সময় ৪জন সশস্ত্র সন্ত্রাসী সেখানে হানা দিয়ে তাকে গণেশ পাড়ার পশ্চিম পাহাড়ের দিকে অস্ত্রের মূখে অপহরণ করে নিয়ে যায় বলে জানান তিনি । 

[৫] অপহৃত মংটিং মারমা’র বাবা সুয়ালক মৌজার হেডম্যান মংথোয়াই চিং চৌধুরী জানান, ইকোভেলীর রিসোর্ট এর কর্মচারীরা সন্ধ্যা সাড়ে ৭টায় জানিয়েছে রিসোর্ট থেকে ১শ গজ দুরে থেকে সন্ত্রাসীরা তার ছেলেকে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে গেছে। তার ছেলের ব্যবহৃত মুঠোফোন টিও বন্ধ পাওয়া যাচ্ছে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর জন্য থানায় যাচ্ছেন বলে জানান তিনি। 

[৬] বান্দরবান অতিরিক্ত পুলিশ সুপার (অর্থওপ্রশাসন) হোসাইন মো. রায়হান কাজেমীর কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি জানান, তিনিও শুনেছেন সুয়ালক থেকে একজনকে অপহরণ করা হয়েছে। কিন্তু কেউ এখনো থানায় অভিযোগ করেননি। তারপরও পুলিশ এ ব্যাপারে খোঁজখবর নিচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

প্রতিনিধি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়