শিরোনাম
◈ কা‌র্ডিফ সি‌টির বিরু‌দ্ধে হামজা চৌধুরীর শেফিল্ডের দুর্দান্ত জয় ◈ পা‌কিস্তান ক্রিকেট লি‌গে  সর্বোচ্চ উইকেটের ইতিহাস গড়লেন হাসান আলি ◈ আমরা একমতের জায়গাগুলো চিহ্নিত করতে পেরেছি, সেগুলো নিয়ে অগ্রসর হব: এনসিপির সঙ্গে বৈঠকে আলী রীয়াজ ◈ ‘আ.লীগের মিছিলের বিরুদ্ধে নিষ্ক্রিয়তা পেলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা’ (ভিডিও) ◈ ‘রাইজ ইন রেড’ কর্মসূচি নিয়ে আবারও রাস্তায় পলিটেকনিক শিক্ষার্থীরা ◈ ‘করোনাভাইরাস চীনের ল্যাবে তৈরি’ বলছে হোয়াইট হাউসের নতুন ওয়েবসাইট  ◈ বাংলাদেশ থেকে চলতি বছর হজে যাবেন ৮৭ হাজার জন, নেওয়া হচ্ছে যেসব ব্যবস্থা ◈ একটি দলকে সরিয়ে আরেকটি দলকে বসাতে গণ-অভ্যুত্থান হয়নি: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ দেশের ৯ অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝোড়ো বৃষ্টি হতে পারে ◈ ঢাকা বায়ুদূষণের শীর্ষে, যেসব পরামর্শ বিশেষজ্ঞদের

প্রকাশিত : ১৬ জুলাই, ২০২৪, ০৮:২৫ রাত
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোটা বিরোধী ইস্যু নিয়ে যারা মুক্তিযোদ্ধকে অসম্মান করছে তাদের শাস্তি দাবি

ফরিদপুর প্রতিনিধি: কোটা বিরোধী ইস্যু নিয়ে যারা মুক্তিযোদ্ধকে অসম্মান করছে, স্বাধীনতাকে অসম্মান করে স্লোগান দিচ্ছে তাদের আইনের আওতায় আনার পাশাপাশি শাস্তির দাবি জানিয়েছেন মুক্তিযোদ্ধা  সংসদ ফরিদপুর জেলা ইউনিট ও মুক্তিযুদ্ধ সন্তান কমান্ড।

মঙ্গলবার (১৬ জুলাই) বিকেলে ফরিদপুর প্রেসক্লাবের সামনের মুজিব সড়কে প্রতিবাদ কর্মসূচি পালন করে সংগঠন দুইটি। এ দুটি সংগঠনের পক্ষ থেকে এ দাবি তোলা হয়। 

এ সময় বক্তব্য রাখেন, মুক্তিযুদ্ধ সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল ফয়েজ শাহনেওয়াজ, বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান ফরিদ, বীর মুক্তিযোদ্ধা খন্দকার মুরাদ হোসেন,  ফরিদপুর জেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক শওকত আলী জাহিদ, নারী নেত্রী আসমা আক্তার মুক্তা, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের শরিফুল হাসান প্লাবন, শাহ সুলতান রাহাত।

বক্তারা এ সময় বলেন, কিছু কুলাঙ্গারের উস্কানিতে কোটাবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে এ দেশের স্বাধীনতা ও মুক্তিযোদ্ধাকে অসম্মানিত করেছে। একটি সভ্য সমাজের এই ধৃষ্টতা কোনভাবেই আমরা মেনে নিতে পারি না, ৭১ সালে পরাজিত ওই অপশক্তির চক্রান্তে কোটা বিরোধী শিক্ষার্থীরা সামিল হয়েছে তাদের সঙ্গে।

সরকারের কাছে দাবি রাখি, যেসকল কুলাঙ্গার এই ষড়যন্ত্র ও দেশদ্রোহী কর্মকাণ্ডে জড়িত রয়েছে তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়