শিরোনাম
◈ নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে প্রধান উপদেষ্টার তাগিদ ◈ জাতীয় সংসদের আসন ৬০০ করার সুপারিশ নারী সংস্কার কমিশনের ◈ ১১ ওভারের মধ্যে জিতেও বিদায় ওয়েস্ট ইন্ডিজের, বিশ্বকাপে বাংলাদেশ ◈ অফিস সময়ে সভা করতে সম্মানী নয়: জ্বালানি উপদেষ্টা ◈ হজ ফ্লাইট ২৯ এপ্রিল, বিড়ম্বনা ও দুর্ভোগ ছাড়াই হজে যাবেন যাত্রীরা ◈ নারী সংস্কার কমিশনের প্রতিবেদন ছাপিয়ে বিলি করা হবে: ড. ইউনূস ◈ ৪ বিয়ে করে বিপাকে বৃদ্ধ, থানায় দেখা স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ◈ প্রধানমন্ত্রী নয়, মন্ত্রিপরিষদ শাসিত সরকার চায় এনসিপি: নাহিদ ইসলাম ◈ ইসরাইলিদের আল-আকসা মসজিদ ধ্বংস করার গুঞ্জন, ফিলিস্তিনের সতর্কবার্তা ◈ শেখ মুজিবের ছবি অপসারণের ঘটনায় শিক্ষার্থী বহিষ্কার, ছাত্রদলের প্রতিবাদ

প্রকাশিত : ১৬ জুলাই, ২০২৪, ০৭:১২ বিকাল
আপডেট : ২২ মার্চ, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তিন দফা বন্যায় মুখ থুবড়ে পড়েছে সিলেট জেলার যোগাযোগ ব্যবস্থা

আশরাফ চৌধুরী রাজু, সিলেট: তিন দফা বন্যায় মুখথুবড়ে পড়েছে সিলেটের অনেক উপজেলার যোগাযোগ ব্যবস্থা। পানির স্রোতে উঠে গেছে রাস্তার পিচ, সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। ক্ষতিগ্রস্থ হয়েছে ব্রীজ-কালভার্ট। যার ফলে ভোগান্তি পোহাতে হচ্ছে সিলেটের লাখো মানুষের।

সংশ্লিষ্টরা বলছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তা পরিমাণ প্রায় ২৫০ কিলোমিটার। যা মেরামত করতে খরচ হবে ২০০ কোটি টাকার উপরে।

ভারী বৃষ্টি ও উজানের ঢলে সিলেট অঞ্চল গত ২৭ মে প্রথম দফা বন্যার কবলে পড়ে। এর পর ১৫ জুন দ্বিতীয় দফা এবং ২৭ জুন তৃতীয় দফা বন্যা হয় সিলেটে। বন্যায় মানুষের ঘর-বাড়ি ও গবাদিপশুর লোকসানের পাশাপাশি বড় ধরণের ক্ষতির মুখে পড়েছে সিলেটের যোগাযোগব্যবস্থার। 

অনেক জায়গায় পাকা রাস্তা দেবে গেছে, পানির স্রোতে রাস্তা পিচ উঠে গেছে। আবার অনেক জায়গায় সড়কের সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। যার ফলে মুখথুবড়ে পড়েছে সিলেটের অনেক উপজেলার যোগাযোগ ব্যবস্থা। ভাঙা সড়কে ঝুঁকি নিয়ে চলাচল করছেন অনেকেই। ভোগান্তি পোহাতে হচ্ছে রোগীদের। প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। 

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সিনিয়র সহকারী প্রকৌশলী এ. কে. এম. সহিদুল ইসলাম জানান, বন্যায় সিলেটের ১৩টি উপজেলার ১৬০ কিলোমিটার সড়কের ক্ষতি হয়েছে। এছাড়া ২৪২ মিটার ব্রীজ-কালভার্টের ক্ষতি হয়েছে। যার মেরামতে ১১৮ কোটি টাকা প্রয়োজন হবে। তবে এ পরিমান আরো বাড়তে পারে। 

সিলেট সড়ক বিভাগ নির্বাহী প্রকৌশলী জানান আমির হোসেন, বন্যায় সিলেটের গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর, কানাইঘাট, ফেঞ্চুগঞ্জ উপজেলার রাস্তার বেশি ক্ষতি হয়েছে। জেলার ৫৫ কিলোমিটার রাস্তা ক্ষতিগ্রস্থ হয়েছে। আর্থিক হিসেবে প্রায় ৮৫ কোটি টাকার ক্ষতি। ক্ষতিগ্রস্থ রাস্তার স্থায়ীভাবে বন্যার হাত থেকে রক্ষা করতে প্রয়োজন ৩৮০ কোটি টাকার ওপরে।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়