এএইচ সবুজ, গাজীপুর: জেলার কালিয়াকৈরে বিলের পানিতে নৌকা ডুবে মা ও ছেলে নিখোঁজ হওয়ার ঘটনায় মা সাদিয়া আক্তারের মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৬ জুলাই) বেলা ১১টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল বিল থেকে মরদেহটি উদ্ধার করেছে। এ ঘটনাটি ঘটেছে উপজেলার ভাউমান টালাবহ এলাকায়।
এদিকে নৌকাডুবিতে নিখোঁজ হয়ে মারা যাওয়া সাদিয়া আক্তার (২২) ভাউমান টালাবহ এলাকার সাইফুল ইসলামের মেয়ে ও তার তিন বছরের ছেলে আব্দুল্লাহ আলভী।
এ বিষয়ে এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সাদিয়া তার প্রবাসী স্বামী হাবিবুর রহমান, ছেলে আব্দুল্লাহ আলভি এবং দাদা-দাদীসহ গত সোমবার বিকেলে পাশের বিলের পানিতে নৌকাভ্রমণে যান। বিকেল ৬টার দিকে নৌকাটি টালাবহ থেকে ভাউমান এলাকায় একটি ব্রিজের কাছে পৌঁছালে তীব্র স্রোতের কারণে ডুবে যায়।
এ সময় স্থানীয়রা নৌকায় থাকা পাঁচজনের মধ্যে তিনজনকে উদ্ধার করতে পারলেও সাদিয়া ও তার ছেলে আব্দুল্লাহকে উদ্ধার করা সম্ভব হয়নি।
কালিয়াকৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান সেলিম আজাদ বলেন, গতকাল বিকেলে নৌকা ডুবে মা-ছেলে নিখোঁজ হয়। আজ সকালে সাদিয়া আক্তারের মরদেহ উদ্ধার করা হয়েছে। এটি একটি অত্যন্ত দুঃখজনক ঘটনা।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইফতেখার রায়হান চৌধুরী জানান, ছেলে আব্দুল্লাহ আলভির মরদেহ এখনও উদ্ধার হয়নি। ডুবুরি দল উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে।
প্রতিনিধি/একে