শিরোনাম
◈ বড় হারে অনিশ্চয়তায় বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্ন  ◈ জ্বালানির চাহিদা মেটাতে নতুন বিনিয়োগ খুঁচছে সরকার  ◈ ঢাকায় ফিরলেন যুক্তরাষ্ট্র থেকে অবৈধ বাংলাদেশি অভিবাসীরা ◈ প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিল নারীবিষয়ক সংস্কার কমিশন ◈ ইজিবাইকসহ অপহরণকৃত চালককে উদ্ধার করেছে নৌবাহিনী ◈ হামজা চৌধুরী‌কে দেখে সামিত শোম বললেন, আমি বাংলা‌দে‌শের হ‌য়ে খেল‌তে আগ্রহী, পাসপোর্ট করছি ◈ রোববার প্রথম টে‌স্টে বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে মু‌খোমু‌খি, না‌হিদ রানা‌কে ভয় পা‌চ্ছে সফরকারীরা  ◈ ইংল্যান্ড প্রিমিয়ার লি‌গে খেল‌বেন সাব্বির রহমান, রওনা হ‌বেন ২ মে ◈ ভারতের সঙ্গে ‘যুদ্ধ যুদ্ধ খেলায়’ ডুবছে তাদেরই অর্থনীতি! ঢাকাকে বার্তা দিল নয়াদিল্লি: আনন্দবাজারের প্রতিবেদন ◈ ট্রাম্প-শি জিনপিং-মোদি এসে বাংলাদেশে কিছু করে দিয়ে যাবেন না: মির্জা ফখরুল (ভিডিও)

প্রকাশিত : ১৬ জুলাই, ২০২৪, ০২:৫১ দুপুর
আপডেট : ১৩ এপ্রিল, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজীপুরে নৌকাডুবি: মায়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ ছেলে

এএইচ সবুজ, গাজীপুর: জেলার কালিয়াকৈরে বিলের পানিতে নৌকা ডুবে মা ও ছেলে নিখোঁজ হওয়ার ঘটনায় মা সাদিয়া আক্তারের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুলাই) বেলা ১১টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল বিল থেকে মরদেহটি উদ্ধার করেছে। এ ঘটনাটি ঘটেছে উপজেলার ভাউমান টালাবহ এলাকায়।

এদিকে নৌকাডুবিতে নিখোঁজ হয়ে মারা যাওয়া সাদিয়া আক্তার (২২) ভাউমান টালাবহ এলাকার সাইফুল ইসলামের মেয়ে ও তার তিন বছরের ছেলে আব্দুল্লাহ আলভী।

এ বিষয়ে এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সাদিয়া তার প্রবাসী স্বামী হাবিবুর রহমান, ছেলে আব্দুল্লাহ আলভি এবং দাদা-দাদীসহ গত সোমবার বিকেলে পাশের বিলের পানিতে নৌকাভ্রমণে যান। বিকেল ৬টার দিকে নৌকাটি টালাবহ থেকে ভাউমান এলাকায় একটি ব্রিজের কাছে পৌঁছালে তীব্র স্রোতের কারণে ডুবে যায়। 

এ সময় স্থানীয়রা নৌকায় থাকা পাঁচজনের মধ্যে তিনজনকে উদ্ধার করতে পারলেও সাদিয়া ও তার ছেলে আব্দুল্লাহকে উদ্ধার করা সম্ভব হয়নি।

কালিয়াকৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান সেলিম আজাদ বলেন, গতকাল বিকেলে নৌকা ডুবে মা-ছেলে নিখোঁজ হয়। আজ সকালে সাদিয়া আক্তারের মরদেহ উদ্ধার করা হয়েছে। এটি একটি অত্যন্ত দুঃখজনক ঘটনা।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইফতেখার রায়হান চৌধুরী জানান, ছেলে আব্দুল্লাহ আলভির মরদেহ এখনও উদ্ধার হয়নি। ডুবুরি দল উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়