শিরোনাম
◈ আওয়ামী লীগের দোসররা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে: মধ্যরাতে সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা (ভিডিও) ◈ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে মধ্যরাতে ঢাবিতে বিক্ষোভ (ভিডিও) ◈ মধ্যরাতে জরুরি সংবাদ সম্মেলনে আসছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ 'আ. লীগের বিচার না করলে জনগণ আবার আন্দোলনে নামবে' (ভিডিও) ◈ বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি, ২০০ ভরি স্বর্ণ লুট (ভিডিও) ◈ দেশের সব মেডিকেল কলেজে সোমবার ‘একাডেমিক শাটডাউন’ ◈ এবার জামায়াতের আমীরের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে শিবির ◈ জুনে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করবে নেপাল ◈ চলন্ত বাসে ডাকাতি-শ্লীলতাহানি; ভুক্তভোগী নারীর লোমহর্ষক বর্ণনা! ভিডিও ◈ মধুর ক্যান্টিনে শিবিরের উপস্থিতি মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করে: ছাত্রদল

প্রকাশিত : ১৬ জুলাই, ২০২৪, ০২:৫১ দুপুর
আপডেট : ১৯ ফেব্রুয়ারি, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজীপুরে নৌকাডুবি: মায়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ ছেলে

এএইচ সবুজ, গাজীপুর: জেলার কালিয়াকৈরে বিলের পানিতে নৌকা ডুবে মা ও ছেলে নিখোঁজ হওয়ার ঘটনায় মা সাদিয়া আক্তারের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুলাই) বেলা ১১টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল বিল থেকে মরদেহটি উদ্ধার করেছে। এ ঘটনাটি ঘটেছে উপজেলার ভাউমান টালাবহ এলাকায়।

এদিকে নৌকাডুবিতে নিখোঁজ হয়ে মারা যাওয়া সাদিয়া আক্তার (২২) ভাউমান টালাবহ এলাকার সাইফুল ইসলামের মেয়ে ও তার তিন বছরের ছেলে আব্দুল্লাহ আলভী।

এ বিষয়ে এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সাদিয়া তার প্রবাসী স্বামী হাবিবুর রহমান, ছেলে আব্দুল্লাহ আলভি এবং দাদা-দাদীসহ গত সোমবার বিকেলে পাশের বিলের পানিতে নৌকাভ্রমণে যান। বিকেল ৬টার দিকে নৌকাটি টালাবহ থেকে ভাউমান এলাকায় একটি ব্রিজের কাছে পৌঁছালে তীব্র স্রোতের কারণে ডুবে যায়। 

এ সময় স্থানীয়রা নৌকায় থাকা পাঁচজনের মধ্যে তিনজনকে উদ্ধার করতে পারলেও সাদিয়া ও তার ছেলে আব্দুল্লাহকে উদ্ধার করা সম্ভব হয়নি।

কালিয়াকৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান সেলিম আজাদ বলেন, গতকাল বিকেলে নৌকা ডুবে মা-ছেলে নিখোঁজ হয়। আজ সকালে সাদিয়া আক্তারের মরদেহ উদ্ধার করা হয়েছে। এটি একটি অত্যন্ত দুঃখজনক ঘটনা।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইফতেখার রায়হান চৌধুরী জানান, ছেলে আব্দুল্লাহ আলভির মরদেহ এখনও উদ্ধার হয়নি। ডুবুরি দল উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়