শিরোনাম
◈ বড় হারে অনিশ্চয়তায় বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্ন  ◈ জ্বালানির চাহিদা মেটাতে নতুন বিনিয়োগ খুঁচছে সরকার  ◈ ঢাকায় ফিরলেন যুক্তরাষ্ট্র থেকে অবৈধ বাংলাদেশি অভিবাসীরা ◈ প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিল নারীবিষয়ক সংস্কার কমিশন ◈ ইজিবাইকসহ অপহরণকৃত চালককে উদ্ধার করেছে নৌবাহিনী ◈ হামজা চৌধুরী‌কে দেখে সামিত শোম বললেন, আমি বাংলা‌দে‌শের হ‌য়ে খেল‌তে আগ্রহী, পাসপোর্ট করছি ◈ রোববার প্রথম টে‌স্টে বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে মু‌খোমু‌খি, না‌হিদ রানা‌কে ভয় পা‌চ্ছে সফরকারীরা  ◈ ইংল্যান্ড প্রিমিয়ার লি‌গে খেল‌বেন সাব্বির রহমান, রওনা হ‌বেন ২ মে ◈ ভারতের সঙ্গে ‘যুদ্ধ যুদ্ধ খেলায়’ ডুবছে তাদেরই অর্থনীতি! ঢাকাকে বার্তা দিল নয়াদিল্লি: আনন্দবাজারের প্রতিবেদন ◈ ট্রাম্প-শি জিনপিং-মোদি এসে বাংলাদেশে কিছু করে দিয়ে যাবেন না: মির্জা ফখরুল (ভিডিও)

প্রকাশিত : ১৬ জুলাই, ২০২৪, ০১:২৪ দুপুর
আপডেট : ১৭ এপ্রিল, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্বামীর লিঙ্গ কর্তনের মামলা তুলে নিতে হুমকী, হামলায় আহত ৩

শুভ্র মজুমদার, কালিহাতী: [২] টাঙ্গাইলের কালিহাতী উপজেলা সংলগ্ন ঘাটাইলের মিলকুড়িয়া গ্রামে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর লিঙ্গ কাটার অভিযোগে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী ভ্যানচালক কামাল খান।

[৩] এদিকে সোমবার বিকেলে ২৫-৩০ জনের একটি দল মামলা তুলে নেওয়ার কথা বলে কামালের বাড়িতে সন্ত্রাসী হামলায চালায় বলে জানা গেছে। এসময় তিনজন মারাত্মকভাবে আহত হন। প্রাণ ভয়ে বাড়ি ছাড়তে বাধ্য হন ভুক্তভোগীর মা জমেলা ও দুই ভাই কামরুল ও জয়নাল।

[৪] মামলার বিবরণ এবং তথ্য অনুসন্ধানে জানা যায়, লিঙ্গ কর্তনের ঘটনার পর সংবাদ সম্মেলনে ঘটনাটি জানানো হলে তা দ্রুত ছড়িয়ে পড়ে সবার মাঝে।

[৫] কামাল খান জানান, গত ৯ জুন রাতে স্ত্রীর দেওয়া এক গ্লাস পানি খেয়ে তিনি ঘুমিয়ে পড়েন। হঠাৎ লিঙ্গ কাটার সময় চিৎকার করলে আশেপাশের লোকজন এগিয়ে আসে এবং স্ত্রী তাসলিমাকে ব্লেড হাতে পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। পরে কামালকে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি মীমাংসা করার জন্য এলাকার মাতাব্বররা প্রতিদিন চাপ দিতো। রাজি না হওয়ায় তারা আমাদের বাড়ীতে হামলা চালিয়ে আমাদের মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছে।

[৬] পরিবারিক সূত্রে জানা যায়, স্ত্রী তাসলিমা পরকীয়ায় লিপ্ত ছিলেন। 

[৭] কামালের বোন জামাই রোস্তম জানান, তিনি বহুবার মেয়ের মা-বাবাকে বিষয়টি জানালেও তারা কোনো সাড়া দেননি। বরং মেয়ের চাচা ও চাচী হুমকি দিয়ে বলেন, ‘আমাদের মেয়ের যদি কোনো ক্ষতি হয় তাহলে তোমাদের গলা কেটে ফেলব।’

[৮] কামালের বোন মনোয়ারা বলেন, ‘আমি মেয়েটিকে বাড়ি থেকে নিয়ে যেতে বলি, কিন্তু মেয়ের পরিবার জোরপূর্বক আমাদের বাড়িতে রেখে যায়। আমরা দেশবাসীর কাছে সুষ্ঠু বিচার চাই।’

[৯] বড় ভাই জয়নাল জানান, ‘মামলা তুলে নেওয়ার জন্য আমাদের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছিলো। কিন্তু মামলা তুলে না নেওয়ায় পরিকল্পিতভাবে ২৫-৩০ জন লাঠি-সোটা নিয়ে হামলা চালায়।’

[১০] স্থানীয়রা জানান, আহতদের কালিহাতী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মা ঝমেলা ও ভাই কামালের অবস্থা আশঙ্কাজনক।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়