শিরোনাম
◈ আওয়ামী লীগের দোসররা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে: মধ্যরাতে সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা (ভিডিও) ◈ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে মধ্যরাতে ঢাবিতে বিক্ষোভ (ভিডিও) ◈ মধ্যরাতে জরুরি সংবাদ সম্মেলনে আসছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ 'আ. লীগের বিচার না করলে জনগণ আবার আন্দোলনে নামবে' (ভিডিও) ◈ বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি, ২০০ ভরি স্বর্ণ লুট (ভিডিও) ◈ দেশের সব মেডিকেল কলেজে সোমবার ‘একাডেমিক শাটডাউন’ ◈ এবার জামায়াতের আমীরের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে শিবির ◈ জুনে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করবে নেপাল ◈ চলন্ত বাসে ডাকাতি-শ্লীলতাহানি; ভুক্তভোগী নারীর লোমহর্ষক বর্ণনা! ভিডিও ◈ মধুর ক্যান্টিনে শিবিরের উপস্থিতি মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করে: ছাত্রদল

প্রকাশিত : ১৫ জুলাই, ২০২৪, ০১:৫৯ দুপুর
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় ছিনতাই মামলায় ৩৬ ঘন্টায় গ্রেপ্তার ২ 

শাহাজাদা এমরান, কুমিল্লা: [২] কুমিল্লায় চাঞ্চল্যকর ছিনতাই মামলায় ৩৬ ঘন্টায় ২ ছিনতাইকারী গ্রেপ্তার ও ছিনতাই কাজে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়। গত ১৩ জুলাই সকাল সাড়ে নয়টায় রানীর দীঘির দক্ষিণ পশ্চিম পাড় পার্কে দোলনায় বসে মোবাইলে কথা বলছিলেন। এসময় ২ জন ছিনতাইকারী ধারালো ছেনি ও চাপাতি নিয়ে সবুজ কে ভয় দেখিয়ে তার মোবাইল ফোন ছিনিয়ে নেয়। সবুজ বাধা দিলে ছিনতাইকারীরা এলোপাথাড়ি কোপ মারতে থাকে। এসময় সে গুরুতর আহত হয়।

[৩] তার সাথে থাকা ১২০০০ টাকা ছিনিয়ে যায় ছিনতাইকারীরা। এই ঘটনায় গত ১৪ জুলাই তৌফিকুল ইসলাম সবুজ কোতোয়ালী থানায় মামলা করেন। 

[৪] মামলা হবার ৩৬ ঘন্টার মধ্যে কুমিল্লা কোতয়ালী থানার একটি বিশেষ টিম ও কান্দিরপাড় পুলিশ ফাঁড়ির একটি টিম সিসিটিভি ফুটেজ দেখে ১৫ জুলাই রাত ১ টার সময় মুরাদপুর প্রফেসর পাড়া থেকে ছিনতাইকারী রকি (১৯) কে গ্রেপ্তার করা হয়। রকির দেওয়া তথ্য মতে অপর ছিনতাইকারী আল মুকাদ্দিম রিয়াজ (২৫) কে ৩ টা ২৫ মিনিটে কোতোয়ালী থানার পশ্চিম ঠাকুরপাড়া থেকে গ্রেপ্তার করা হয়। রিয়াজের নামে কোতয়ালী থানায় আরো ৪ টি মামলা রয়েছে। 

[৫] রিয়াজের দেওয়া তথ্য মতে ছিনতাই কাজে ব্যবহৃত ১ টি চাপাতি ও বালিশের নিচ থেকে ছেনি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা এই ঘটনায় দায় স্বীকার করেছে বলে জানান কুমিল্লার পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম ।

[৬] কুমিল্লার পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম বলেন তারা দীর্ঘদিন ধরে শহর ও আশপাশের এলাকায় ছিনতাই করে আসছে। আসামীদের বিধি মোতাবেক আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়