শাহাজাদা এমরান, কুমিল্লা: [২] কুমিল্লায় চাঞ্চল্যকর ছিনতাই মামলায় ৩৬ ঘন্টায় ২ ছিনতাইকারী গ্রেপ্তার ও ছিনতাই কাজে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়। গত ১৩ জুলাই সকাল সাড়ে নয়টায় রানীর দীঘির দক্ষিণ পশ্চিম পাড় পার্কে দোলনায় বসে মোবাইলে কথা বলছিলেন। এসময় ২ জন ছিনতাইকারী ধারালো ছেনি ও চাপাতি নিয়ে সবুজ কে ভয় দেখিয়ে তার মোবাইল ফোন ছিনিয়ে নেয়। সবুজ বাধা দিলে ছিনতাইকারীরা এলোপাথাড়ি কোপ মারতে থাকে। এসময় সে গুরুতর আহত হয়।
[৩] তার সাথে থাকা ১২০০০ টাকা ছিনিয়ে যায় ছিনতাইকারীরা। এই ঘটনায় গত ১৪ জুলাই তৌফিকুল ইসলাম সবুজ কোতোয়ালী থানায় মামলা করেন।
[৪] মামলা হবার ৩৬ ঘন্টার মধ্যে কুমিল্লা কোতয়ালী থানার একটি বিশেষ টিম ও কান্দিরপাড় পুলিশ ফাঁড়ির একটি টিম সিসিটিভি ফুটেজ দেখে ১৫ জুলাই রাত ১ টার সময় মুরাদপুর প্রফেসর পাড়া থেকে ছিনতাইকারী রকি (১৯) কে গ্রেপ্তার করা হয়। রকির দেওয়া তথ্য মতে অপর ছিনতাইকারী আল মুকাদ্দিম রিয়াজ (২৫) কে ৩ টা ২৫ মিনিটে কোতোয়ালী থানার পশ্চিম ঠাকুরপাড়া থেকে গ্রেপ্তার করা হয়। রিয়াজের নামে কোতয়ালী থানায় আরো ৪ টি মামলা রয়েছে।
[৫] রিয়াজের দেওয়া তথ্য মতে ছিনতাই কাজে ব্যবহৃত ১ টি চাপাতি ও বালিশের নিচ থেকে ছেনি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা এই ঘটনায় দায় স্বীকার করেছে বলে জানান কুমিল্লার পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম ।
[৬] কুমিল্লার পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম বলেন তারা দীর্ঘদিন ধরে শহর ও আশপাশের এলাকায় ছিনতাই করে আসছে। আসামীদের বিধি মোতাবেক আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। সম্পাদনা: এ আর শাকিল
প্রতিনিধি/এআরএস