সাদেক আলী: বৃহস্পতিবার পৃথক সময়ে এসব দুর্ঘটনা ঘটে।
বগুড়া
বৃহস্পতিবার রাত ৮টার দিকে জেলার শেরপুরে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ চারজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ২ জন।
শেরপুর থানার ওসি রেজাউল করিম রেজা এ তথ্য জানান।
চট্টগ্রাম
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রামে পটিয়ায় ট্রাকের ধাক্কায় দুই শিশুসহ অটোরিকশার ৪ যাত্রী নিহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, যাত্রী নিয়ে বোয়ালখালি থেকে অটোরিকশাটি পটিয়া যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা বালুবাহী একটি ট্রাক ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই ৪ জন নিহত হন।
পঞ্চগড়
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার গোয়ালদিঘী এলাকার আটোয়ারীতে মাইক্রোবাসের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন।
নিহতরা হলেন- মোছা. বেগম ও আয়েশা আক্তার (৫)। সম্পর্কে তারা নানি ও নাতনি।
আপনার মতামত লিখুন :