শিরোনাম
◈ মাসে অতিরিক্ত ২৫০ মিলিয়ন ডলার গুনতে হবে মার্কিন শুল্ক থাকলে  ◈ ভারতের সঙ্গে কাশ্মীর নিয়ে দ্বন্দ্বের প্রসঙ্গ বাংলাদেশের কাছে তুলল পাকিস্তান ◈ মেরে না ফেলা পর্যন্ত ভারত, ‘র’ আর আ.লীগের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে: হাসনাত আবদুল্লাহ ◈ ‘চীন সরকারের হাসপাতাল নীলফামারীতে হবে’ ◈ বাংলাদেশ ভ্রমণে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা ◈ বাসাবাড়িতে নতুন গ্যাস সংযোগ নিয়ে তিতাসের সতর্কবার্তা ◈ দেশের বাজারে আবার বাড়লো স্বর্ণের দাম, দেশের ইতিহাসে সর্বোচ্চ ◈ প্রশাসন কার পক্ষে,পাল্টাপাল্টি অভিযোগে এনসিপি - বিএনপি ◈ প্রাথমিকের সহকারী শিক্ষকদের বেতনস্কেলের প্রস্তাব বাস্তবায়নে কাজ চলছে: গণশিক্ষা উপদেষ্টা ◈ জাতীয় সংসদের আসন ৬০০ করার সুপারিশ নারী সংস্কার কমিশনের

প্রকাশিত : ১১ জুলাই, ২০২৪, ০৫:২১ বিকাল
আপডেট : ১৯ এপ্রিল, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভৈরবে ভুয়া জন্ম সনদে জাতীয় পরিচয়পত্র বানাতে এসে ২ রোহিঙ্গা আটক

ইমন মাহমুদ, ভৈরব: [২] কিশোরগঞ্জের ভৈরবে ভুয়া জন্ম সনদ দিয়ে জাতীয় পরিচয় পত্র বানাতে এসে এক নারীসহ দুই রোহিঙ্গাকে আটক করেছে ভৈরব থানা পুলিশ। বুধবার (১০ জুলাই) বিকালে ভৈরব উপজেলা নির্বাচন কার্যালয় থেকে তাদের আটক করা হয়। 

[৩] আটককৃতরা হলেন, কক্সবাজার জেলার হামিদাপাড়া পাহাড়তলী এলাকার মো. সালেহের স্ত্রী হামিদা বেগম (২৮) ও একই জেলার রামু এলাকার রফিক আহমেদ ছেলে মো. এরশাদ (২০)। 

[৪] জানা যায়, বুধবার (১০ জুলাই) সকাল ১১ টায় উপজেলা নির্বাচন অফিসে ভুয়া ডকুমেন্ট নিয়ে জাতীয় পরিচয় পত্র তৈরী করতে আসেন হামিদা বেগম। এসময় তার সাথে সহযোগী ছিল মো. এরশাদ। নির্বাচন অফিসার প্রলয় কুমার সাহা তাদের প্রয়োজনী কাগজপত্রাধি দেখে সন্দেহ হলে তাদের জিজ্ঞাসাবাদ শুরু করেন। এসময় তারা কোন সদোত্তর দিতে পারেনি। পরে থানা পুলিশকে খবর দিলে তারা এসে দুইজনকে আটক করে থানায় নিয়ে আসে। 

[৫] এ বিষয়ে ভৈরব উপজেলা নির্বাচন অফিসার প্রলয় কুমার সাহা বলেন, ভোটার নিবন্ধন করার সময় হামিদা বেগমে কে তার নাম, পিতা-মাতার নাম জিজ্ঞেসা করা হলে তার কথাবার্তায় আমার সন্দেহ হয় এবং ভৈরবেরও মনে হচ্ছিল না। পরে আমি অধিকতর তদন্ত করলে দেখি তার নিবন্ধন আবেদনে সে নিজের যে জন্ম নিবন্ধন ব্যবহার করেছে তা গাজিপুরের সিটি করপোরেশন থেকে তোলা আর তার পিতা-মাতার যে এনআইডি কার্ড ব্যবহার করেছে তা ছয়সূতি এলাকার। 

[৬] পরে এর কারণ জানতে চাইলে তিনি এর সঠিক উত্তর দিতে পারেননি। এছাড়া ওনাকে ভৈরবে কোনো আত্মীয় থাকলে খবর দিতে বলা হলেও এরও উওর দিতে পারেননি।  দীর্ঘক্ষণ বসিয়ে রেখে কোনো সঠিক উওর না পাওয়ায় তখন আমার কাছে মনে হচ্ছিল তারা রোহিঙ্গা হবে। পরে আমি পুলিশকে খবর দিয়ে পুলিশ এসে তাদের থানায় নিয়ে যায়।

[৭] এ বিষয়ে ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম বলেন, প্রাথমিক ভাবে জিজ্ঞাসাবাদে হামিদা বেগম একজন রোহিঙ্গা বলে জানা গেছে। তার সাথে থাকা সহযোগী মো. এরশাদও রোহিঙ্গা তবে সে দীর্ঘদিন যাবত কক্সবাজার বসবাস করছে। তারা দুইজন নির্বাচন অফিসে ভুয়া কাগজে ভোটার আইডি কার্ড বানাতে এসেছিল। তাদের বিরুদ্ধে জাতীয় পরিচয় পত্র নিবন্ধন আইন ২০১০ এর ১৪/১৮ ধারায় মামলা হয়েছে। আজ সকালে তাদের কিশোরগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়