শাহাজাদা এমরান, কুমিল্লা: [২] কুমিল্লার বুড়িচং উপজেলার সীমান্তবর্তী নবীয়াবাদ এলাকায় বিএসএফের গুলিতে এক যুবক আহত হয়েছে।
[৩] গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে সীমান্তের পিলার-২০৬১/১ এস সংলগ্ন এ ঘটনা ঘটে।
[৪] আহত ওই যুবকের নাম মো. আল আমিন (২৮)। তার বাড়ি পার্শ্ববর্তী ব্রাহ্মনপাড়া উপজেলার উত্তর তেতাঁভুমি আনন্দপুর এলাকায়।
[৫] বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আবুল কাশেম জানান, বুধবার রাতে বিএসএফের গুলিতে এক যুবক আহত হয়েছে। পরে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
[৬] এদিকে স্থানীয়রা জানান, বিএসএফ আল আমিনকে তিনটি গুলি করে। তার গলা ও বুকে গুলিবিদ্ধ হয়। তবে রাবার বুলেট বিদ্ধ হওয়ায় আহত আল আমিন এখন আশঙ্কা মুক্ত।
[৭] বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খন্দকার আবুল হাসানাত জানান, এ বিষয়ে পুলিশ কাজ করছে।
প্রতিনিধি/একে
আপনার মতামত লিখুন :