মিজান লিটন, চাঁদপুর: [২] চাঁদপুরের হরিনাঘাট এলাকায় মোটরসাইকেল পিছলে পড়ে সিএনজির চাকায় পিষ্ট হয়ে সাইফুল ইসলাম নামে যুবক নিহত হয়েছে। এসময় শাহিন নামে অপর মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়।
[৩] বুধবার দুপুরে সদর উপজেলার হরিনাঘাট এলাকার জব্বর ঢালী রাস্তার মোড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত সাইফুল হাইমচর উপজেলার নয়ানি লক্ষ্মীপুর এলাকার দীনু ছেলে।
[৪] প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে মোটরসাইকেল যোগে দুই বন্ধু চাঁদপুর থেকে নিজ বাড়ি হাইমচর যাচ্ছিলেন। পথিমধ্যে জব্বর ঢালী মোড়ের সগকটি বৃষ্টি ভেজা থাকার কারনে মোটরসাইকেলের চাকা পিছলে তারা রাস্তায় পড়ে যায়। এসময় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিকশার চাকায় পিষ্ট হয় তারা।
[৫] পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে প্রেরণ করলে দায়িত্বরত চিকিৎসক সাইফুলকে মৃত ঘোষণা করেন। আর গুরুতর আহত শাহিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সম্পাদনা: এ আর শাকিল
প্রতিনিধি/এআরএস
আপনার মতামত লিখুন :